পাকিস্তান সফরে যাচ্ছেন টাইগ্রেসরা
পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। আগামী অক্টোবর ও নভেম্বর মাসে অনুষ্ঠেয় এই সফরে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দু’দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এরপর একই স্টেডিয়ামে আইসিসি উওমেন্স চ্যাম্পিয়নশিপের দুটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ ও স্বাগতিক দল।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। পরে আইসিসির ওয়েবসাইটেও এ বিষয়ে ঘোষণা দেওয়া হয়।
ওয়েস্ট ইন্ডিজের পর এ বছর দ্বিতীয় মহিলা দল হিসেবে পাকিস্তান সফরে যাচ্ছেন টাইগ্রেসরা।
পিসিবির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “আগামী মাসে করাচি ও লাহোরে শুরু হতে যাচ্ছে শ্রীলংকা পুরুষ দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপরই বাংলাদেশ মহিলা দলের সফরটি পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার ক্ষেত্রে পিসিবির একটি বড় সাফল্য।”
গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠেয় প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে ২৩ অক্টোবর পাকিস্তানে পৌঁছুবে বাংলাদেশ নারী দল। সর্বশেষ ২০১৫ সালে পাকিস্তান সফরে দুটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলেছিল বাংলাদেশ দল।
এমআরএফ টায়ারস আইসিসি উওম্যানস টি-টোয়েন্টি টিম র্যাংকিংয়ে পাকিস্তান সপ্তম এবং বাংলাদেশ নবম দল। একদিনের ক্রিকেটেও দু’দলের অবস্থান একই।
দুটি ফরম্যাটেই পাকিস্তান দল এ যাবত বাংলাদেশ দলের ওপর আধিপত্য করেছে। দু’দল টি-টোয়েন্টি খেলেছে ১২টি। এর মধ্যে পাকিস্তান জিতেছে ১১টিতে। ওদিকে, দু’দলের মধ্যে অনুষ্ঠিত আটটি একদিনের ক্রিকেট ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতেছে পাকিস্তান।
বাংলাদেশ দলের সফরসূচি:
১ম টি-টোয়েন্টি : ২৬ অক্টোবর, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
২য় টি- টোয়েন্টি : ২৮ অক্টোবর, গাদ্দাফি স্টেডিয়াম লাহোর
৩য় টি- টোয়েন্টি : ৩০ অক্টোবর, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
১ম ওয়ানডে : ২ নভেম্বর, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
২য় ওয়ানডে : ৪ নভেম্বর, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর।