পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ বাছাই শুরু বাংলাদেশের
২০২২ ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব শুরুর আগে সময়টা দারুণ কাটে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হারান সালমা-জাহানারা। সেই ধারায় বিশ্বকাপ বাছাই পর্বের শুরুটাও দুর্দান্ত হলো বাংলাদেশের। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
রোববার জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে 'বি' গ্রুপের ম্যাচে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে এটা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় জয়। এর আগে রুমানা আহমেদের নেতৃত্বে পাকিস্তানকে দুইবার হারিয়েছিল বাংলাদেশ।
টস হেরে আগে ব্যাটিং করতে নামে পাকিস্তান। নিদা দার ও আলিয়া রিয়ারে হাফ সেঞ্চুরিতে ৭ উইকেটে ২০১ রান তোলে তারা। জবাবে শারমিন আক্তার, ফারজানা হক, ম্যাচসেরা রুমানা আহমেদ ও রিতু মনির ব্যাটে ২ বল বাকি থাকতে জয় তুলে নেয় বাংলাদেশ।
জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের বেশ কয়েকজন রানের দেখা পেয়েছেন। শুরুটা ভালো না হলেও শারমিন ও ফারজানা দলকে চাপ বুঝতে দেননি। ৭০ রানের জুটি গড়েন তারা। শারমিন ৩১ ফারজানা ৪৫ রান করেন।
এরপর দলের হাল ধরেন রুমানা। অন্য প্রান্তে উইকেট পড়লেও রুমানা এক পাশ আগলে রাখেন। রিতু মনি ৩৩ রান করে ফেরার পর সালমা খাতুনকে নিয়ে জয় তুলে নেওয়ার কাজটি সারেন রুমানা। ম্যাচসেরা রুমানা ৪৪ বলে ৬টি চারে ৫০ রানে অপরাজিত থাকেন। হার না মানা ১৮ রান করেন সালমা। পাকিস্তানের নাশরা সান্দু ও ওমাইমা সোহাইল ২টি করে উইকেট নেন।
এর আগে ব্যাটিং করা পাকিস্তানের হয়ে চোখ ধাঁধানো এক ইনিংস খেলেন নিদা দার। ১১১ বলে ৮টি চার ও ২টি ছক্কায় ৮৭ রান করেন তিনি। ৬১ রানে অপরাজিত থাকেন আলিয়া রিয়াজ। রিতু মনি ও নাহিদা আক্তার ২টি করে উইকেট নেন। সালমা ও রুমানা একটি করে উইকেট পান।