পাঁচ লাল কার্ডের ম্যাচে নেইমারদের হার
একটি-দুটি নয়, দুই দলের পাঁচজন খেলোয়াড় দেখেছেন লাল কার্ড। ম্যাচে হট্টগোলের অবস্থা বুঝতে বাকি থাকার কথা নয়। খেলোয়াড়দের সাবধান করতে রেফারিকে বারবার হলুদ কার্ড দেখাতে হয়েছে। ম্যাচটিতে ফল এসেছে। যে ফল গিয়েছে প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) বিপক্ষে।
মার্শেইয়ের বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে নেইমারদের দল। নতুন মৌসুমটা এখন পর্যন্ত সুখের হয়নি ফরাসি চ্যাম্পিয়নদের জন্য। প্রথম ম্যচে লঁসের বিপক্ষে ১-০ গোলে হারা পিএসজি দ্বিতীয় ম্যাচেও হারের বৃত্তে বন্দি থাকলো। নিজেদের ইতিহাসে এ নিয়ে মাত্র দ্বিতীয়বার লিগের প্রথম দুই ম্যাচে কোনো গোল না করে হারল পিএসজি।
করোনাভাইরাসের ধকল সামলে পিএসজির বেশ কয়েকজন তারকা ফুটবলার এই ম্যাচ খেলতে নেমেছিলেন। কিন্তু তাদের দিয়েও ভাগ্য বদলায়নি দলটির। অপেক্ষাকৃত দুর্বল দল মার্শেইয়ের বিপক্ষে হার নিয়ে মাঠ ছাড়তে হয় পিএসজিকে। ২০১১ সালের পর প্রথমবারের মতো মার্শেইয়ের বিপক্ষে হারলো তারা।
ম্যাচের ৩১ মিনিটে একমাত্র গোলটি করেন মার্শেইয়ের ফ্লোরিয়ান থাবিন। এরপর আর কোনো গোল হয়নি। দুই দলই আক্রমণ সাজিয়েছে, কিন্তু গোলের দেখা মেলেনি। বল জালেও জড়িয়েছে, কিন্তু অফসাইটের বাঁশিতে বাতিল হয়ে গেছে সেই গোল। এ ছাড়া মার্শেইয়ের গোলরক্ষকও চীনের প্রাচীর হয়ে ফিরিয়ে দিয়েছেন পিএসজির অনেক আক্রমণ।
লাল-হলুদ মিলিয়ে এই ম্যাচে মোট ১৭টি কার্ড দেখান রেফারি। একবিংশ শতাব্দীতে লিগ ওয়ানে এমন ঘটনা আর নেই। ম্যাচের যোগ করা সময়ের শেষ মিনিটে একটি ফাউলকে কেন্দ্র করে ধাক্কাধাক্কিতে জড়ায় দুই দলের খেলোয়াড়।
এ সময় খেলোয়াড়দের লাথি দিতেও দেখা যায়। এই ঘটনায় লাল কার্ড দেখেন পিএসজির নেইমার, লেভিন কুরজাওয়া ও লিয়ান্দ্রো পারেদেস। লাল কার্ড দেখেন মার্শেইয়ের জর্ডান আমাভি ও দারিও বেনেদেত্তো।