পাঁচ বছর পর ডাক পেলেন শুভাগত, আছে দুই নতুন মুখ
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলতে আগামী ১২ এপ্রিল শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সফরের জন্য শুক্রবার ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রাথমিক দল বড় করা হয়েছে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য। করোনাকাল হওয়ায় নিজেদের ক্রিকেটারদের স্বাস্থ্য নিরাপত্তার কথা চিন্তা করে আয়োজক দেশ শ্রীলঙ্কা প্রস্তুতি ম্যাচের জন্য দল দেবে না বলে জানিয়েছে। এমনকি নেট বোলারও দেবে না তারা। শ্রীলঙ্কায় নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পর চূড়ান্ত দল নির্বাচন করা হবে।
আইপিএল খেলতে শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নেওয়ায় দলে নেই সাকিব আল হাসান। তার জায়গায় প্রায় ৫ বছর পর জাতীয় দলে ডাক পেয়েছেন শুভাগত হোম। ২০১৬ সালের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার।
প্রাথমিক দলে নতুন মুখ হিসেবে আছেন দুই পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ ও শহীদুল ইসলাম। প্রথমবারের মতো টেস্টের প্রাথমিক দলে ডাক পেয়েছেন বিশ্বজয়ী যুব দলের সদস্য শরিফুল ইসলাম। চোটের কারণে প্রাথমিক দলে জায়গা হয়নি তরুণ পেসার হাসান মাহমুদের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। আইপিএল খেলতে যাওয়ায় নেই মুস্তাফিজুর রহমানও।
শুভাগত হোমকে প্রাথমিক দলে নেওয়ার কারণ হিসেবে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, 'শুভাগত বেশ কিছুদিন পর ফিরছে। প্রথম শ্রেণির ক্রিকেটে বরাবরই সে ধারাবাহিক পারফরমার। আমরা ওকে ব্যাটিং অলরাউন্ডার হিসেবেই বিবেচনা করছি। তবে তার অফ স্পিনও বেশ কার্যকর, যা স্পিন বিভাগে আমাদের বিকল্প হিসেবে কাজে দেবে।'
শহিদুল ইসলাম, মকিদুল ইসলাম মুগ্ধ ও শরিফুল ইসলামকে দলে নেওয়ার ব্যাপার প্রধান নির্বাচকের ব্যাখ্যা, 'ওরা আমাদের হাই পারফরম্যান্স স্কোয়াডে ছিল এবং যে সংস্করণেই খেলেছে, ভালো করেছে। বিশেষ করে, মুকিদুল ও শহিদুল এই মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে নজর কেড়েছে এবং টেস্টের জন্য সম্ভাবনাময়। ওরা তিনজনই প্রতিভাবান, বয়সও ওদের পক্ষে আছে।'
বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে । প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল। দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৯ এপ্রিল। এই মাঠে এবারই প্রথম টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। এর আগে পাল্লেকেলেতে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ।
২০১৭ সালের পর শ্রীলঙ্কায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। চার বছর আগের সেই সফরে দারুণ প্রাপ্তি ছিল বাংলাদেশের। মুশফিকুর রহিমের নেতৃত্বে নিজেদের শততম টেস্টে লঙ্কানদের হারিয়েছিল বাংলাদেশ।
টেস্টের প্রাথমিক দল: মুমিনুল হক (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভগত হোম, শহীদুল ইসলাম ও নুরুল হাসান সোহান।