নেইমারদের হারিয়ে ফাইনালের পথে ম্যান সিটি
চ্যাম্পিয়ন্স লিগের গত আসরে ফাইনালে স্বপ্ন পুড়েছিল প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি)। এবার পথটা সেই পর্যন্ত নাও হতে পারে ফরাসি চ্যাম্পিয়নদের। ঘরের মাঠেও ম্যানচেস্টার সিটির বিপক্ষে কুলিয়ে উঠতে পারলেন না নেইমার-এমবাপ্পেরা। দারুণ এক জয়ে ফাইনালের পথে এগিয়ে গেল পেপ গার্দিওলার শিষ্যরা।
বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালের প্রথম লেগে পার্ক দেস প্রিন্সেস স্টেডিয়ামে পিএসজিকে ২-১ গোলে হারিয়েছে ম্যান সিটি। ম্যাচের শুরুতেই গোল করে পিএসজিকে এগিয়ে নেন মার্কিনিয়োস। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানো সিটির পক্ষে গোল কেভিন ডি ব্রুইনে ও রিয়াদ মাহরেজ।
চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের সেমি ফাইনালে ওঠার পথে কঠিন বাধাই পেরোতে হয়েছে পিএসজিকে। শেষ ষোলোয় বার্সেলোনা এবং কোয়ার্টার ফাইনালে আসরটির বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের বিপক্ষে লড়তে হয় নেইমার-এমবাপ্পেদের।
দুই জায়ান্টের বিপক্ষে পিএসজির জয়ের নায়ক ছিলেন কিলিয়ান এমবাপ্পে। কিন্ত ম্যান সিটির বিপক্ষে ফরাসি ফরোয়ার্ডকে সেই ছন্দে দেখা যায়নি। দলটির প্রাণ ভোমরা নেইমারও দলের জন্য কিছু করতে পারেননি। দারুণ কয়েকটি সম্ভাবনা তৈরি করলেও গোল আদায় করে নিতে পারেননি ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
ম্যাচ শুরুর বাঁশি বাজতেই দেখা মেলে গতিময় ফুটবলের। দুই দলই গোছালো আক্রমণে প্রতিপক্ষের রক্ষণে হানা দিতে থাকে। ম্যাচের ১৫তম মিনিটেই এগিয়ে যায় পিএসজি। আনহেল দি মারিয়ার কর্নার থেকে কোনাকুনি হেডে সিটির জালে বল পাঠান মার্কিনিয়োস।
প্রথমার্ধে ব্যবধান ধরে রাখে পিএসজি। দ্বিতীয়ার্ধে গিয়ে ম্যান সিটি রাজত্ব চালায়। ৬৪তম মিনিটে অসাধারণ এক শটে গোল করে দলকে সমতায় ফেরান ডি ব্রুইনে। ৭১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাহরেজ। ৭৭তম মিনিটে ফাউল করে লাল কার্ড দেখেন পিএসজির মিডফিল্ডার ইদ্রিসা গেয়ি। ১০ জনের দলে পরিণত হয় সেভাবে আর আক্রমণ সাজাতে পারেন পিএসজি।