নিগারের আরেকটি সেঞ্চুরি, মেয়েদের চারে চার
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে রানের ফোয়ারা বইছে নিগার সুলতানার ব্যাটে। দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করা ডানহাতি এই ব্যাটার সিরিজের চতুর্থ ওয়ানডেতেও তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছেছেন। অধিনায়কের অসাধারণ সেঞ্চুরিতে প্রোটিয়া নারীদের বিপক্ষে আরেকটি দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ ইমার্জিং নারী দল।
শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মেয়েদের ১১০ রানের বড় ব্যবধানে হারিয়েছে নিগার সুলতানার দল। এ নিয়ে টানা চার ম্যাচে সফরকারীদের হারালো বাংলাদেশের মেয়েরা।
সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি সিলেটেই আগামী ১৩ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এই ম্যাচটি না খেলেই দেশে ফিরবে প্রোটিয়া নারীরা। ১৪ এপ্রিল থেকে বাংলাদেশে সাত দিনের লকডাউন শুরু হবে। এ কারণে দুই দেশের বোর্ড আলোচনা করে ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বিসিবির উইমেন উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।
শনিবার টস জিতে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। শুরুটা ভালো না হলেও দলকে চাপ বুঝতে দেননি ম্যাচ সেরা নিগার সুলতানা। তার ১০১ রানের হার না মানা ইনিংসে ৪ উইকেটে ২৩৬ রান তোলে বাংলাদেশ। জবাবে ফাহিমা খাতুন, সালমা খাতুনদের দারুণ বোলিংয়ে ৪৬.৫ ওভারে ১২৬ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। তাদের একজন ব্যাটার ব্যাটিং করেননি।
জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় সফরকারীরা। শুরুর এই ধাক্কা আর সামলে ওঠা হয়নি তাদের, নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকার মেয়েরা। দলের দুঃসময়ে ৬৩ রানের দারুণ একটি ইনিংস খেলেন আনেকে বোস।
এ ছাড়া আন্দ্রে স্টেইন ১২ ও ননডুমিসো সানগাসে ১২ রান করেন। ২৯ রান খরচায় ৪ উইকেট নেন ফাহিমা। এ ছাড়া সালমা ২টি এবং রিতু মনি, নাহিদা আক্তার ও লতা মন্ডল একটি করে উইকেট নেন।
এরআগে ব্যাটিং করা বাংলাদেশের সবাই রানের দেখা পান। শারমিন সুলতানা ১০ রান করে থামলেও বাকিরা দলকে ব্যাট হাতে পথ দেখিয়েছেন। ১৩২ বলে ৮টি চার ও একটি ছক্কায় ১০১ রানে অপরাজিত থাকেন নিগার। দ্বিতীয় ম্যাচেও ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেন উইকেটরক্ষক এই ব্যাটার।
মুর্শিদা খাতুনের ব্যাট থেকে আসে ৪১ রান। সোবানা মোস্তারি করেন ৪৫ রান। ২৫ রানে অপরাজিত থাকেন অলরাউন্ডার লতা মন্ডল। দক্ষিণ আফ্রিকার অ্যানড্রিউস, বানেটি ও লিহ জোন্স একটি করে উইকেট নেন।