নিউজিল্যান্ড সফরে না যেতে সাকিবের আবেদন

তৃতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফরে যেতে চান না সাকিব আল হাসান- এমন খবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ চালাকালীনই। সফরে না যাওয়ার ইচ্ছার কথা মৌখিকভাবে বিসিবিকে জানিয়ে রেখেছিলেন বাঁহাতি এই অলরাউন্ডার। এবার আনুষ্ঠানিকভাবে ছুটি চেয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রে সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফরের দলে তাকে বিবেচনা না করতে বিসিবিকে চিঠি দিয়েছেন সাকিব। বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বিসিবির এই পরিচালক বলেছেন, 'আমরা একটি চিঠি পেয়েছি। নিউজিল্যান্ড সফরে সাকিব ছুটি চেয়েছে। যুক্তরাষ্ট্রে সাকিব তার স্ত্রীর পাশে থাকতে চায়। আমরা এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নিইনি।'
বাঁ উরুর পেশীতে টান পড়ায় চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের পর আর মাঠে নামা হয়নি সাকিবের। চোটের কারণে ঢাকা টেস্ট খেলা হচ্ছে না বিশ্বসেরা এই অলরাউন্ডারের। আগামী মার্চে নিউজিল্যান্ড সফরেও সাকিবকে দলে পাচ্ছে না বাংলাদেশ।
তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ফেব্রুয়ারির শেষ দিকে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। ১৪ দিনের কোয়ারেন্টিনের পর কুইন্সটাউনে পাঁচ দিনের প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ। ২০, ২৩ ও ২৬ মার্চ অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে। ম্যাচ তিনটির ভেন্যু ডানেডিন, ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটন। ক্রাইস্টচার্চের ম্যাচটি দিবা-রাত্রির হবে।
ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। ম্যাচ তিনটি ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল অনুষ্ঠিত হবে। নেপিয়ার, অকল্যান্ড ও হ্যামিল্টনে টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-নিউজিল্যান্ড।