নান্দনিক ব্যাটিংয়ে কোহলি-উইলিয়ামসনদের কাতারে সৌম্য

বিশ্ব কাঁপিয়ে দেওয়ার মতো কিছু না করেও অনেক ব্যাটসম্যান স্মরণীয় হয়ে আছেন ক্রিকেট ইতিহাসে। তাদের নান্দনিক ব্যাটিং তাদেরকে স্মরণীয় করে রেখেছে। আবার অনেক ব্যাটসম্যান আছেন, যারা তাদের চোখ জুড়ানো ব্যাটিংয়ে রানের ফোয়ারা বইয়ে দিয়েছেন, উঠে গেছেন সাফল্যের সর্বোচ্চ শিখরে।
গ্রেগ চ্যাপেল, ডেভিড গাওয়ার, মার্ক ওয়াহ, ব্রায়ান লারা, সাঈদ আনোয়ার কিংবা শচিন টেন্ডুলকার; কিংবদন্তি এসব ব্যাটসম্যানদের ব্যাটিং স্টাইল ছিল চোখে লেগে থাকার মতো। অনেক ক্রিকেটমোদী কিংবদন্তি এসব ব্যাটসম্যানদের ব্যাটিং দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা টেলিভিশনের সামনে বসে থাকতেন।
এই সময়ের ক্রিকেটে চোখ জুড়ানো ব্যাটিং করেন কারা? সেটার সন্ধান করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো। সেরা ছয়জন নান্দনিক ব্যাটসম্যান নির্বাচন করেছে তারা। এই ছয় জনের একজন বাংলাদেশের বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার।
তালিকার বাকি পাঁচজন ব্যাটসম্যান হলেন বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, রোহিত শর্মা, বাবর আজম, এবং কুশল মেন্ডিস। এই ছয়জনকে বর্তমান সময়ের সবচেয়ে স্টাইলিশ ব্যাটসম্যান বলছে ওয়েবসাইটটি।
নান্দনিক ব্যাটসম্যানদের তালিকায় নাম ছিল বাংলাদেশের লিটন দাসেরও। বাংলাদেশের অনেক ক্রিকেটারের কাছেই লিটন ব্যাটিং শিল্পী। সৌম্যর চেয়েও লিটনের ব্যাটিংয়ের ভক্ত সংখ্যাই বেশি বাংলাদেশ দলে। কিন্তু ক্রিকইনফোর বাছাইয়ে কোহলি-উইলিয়ামসনদের পাশে জায়গা হয়েছে সৌম্যর।
নান্দনিক ব্যাটসম্যানদের তালিকায় আরও বেশ কয়েকজনের নাম এসেছে। আলোচনা হয়েছে লোকেশ রাহুল, মারনাস লাবুশেন, টম ল্যাথাম, জো রুট, মঈন আলী, জেমস ভিন্স, জস বাটলার, শাই হোপ, ধনাঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমার ব্যাটিং নিয়েও।