দ্রাবিড়-পুত্রের পর পর ডাবল সেঞ্চুরি
ঠাণ্ডা মাথার খেলোয়াড় হিসেবে দারুণ খ্যাতি ছিল তার। বিশেষ করে টেস্ট ক্রিকেটে উইকেট আগলে রেখে ম্যাচের পর ম্যাচ তিনি দেখিয়েছেন ধৈর্য ও পারফর্মের জাদু। এজন্য ‘দ্য ওয়াল’ ডাকা হতো তাকে। বলছি ভারতের সাবেক ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের কথা।
এবার তার ছেলের মাঝেও সেই ছায়া খুঁজে পাওয়া গেল। ঘরোয়া ক্রিকেটে আবারও ডাবল সেঞ্চুরি করে বাবার পথে এগিয়ে যাওয়ার ইঙ্গিত রাখলেন সমিত দ্রাবিড়। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।
অনুর্ধ্ব-১৪ বিটিআর শিল্ড ম্যাচে মাল্য আদিতি ইন্টারন্যাশানাল স্কুলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান সমিত ৩৩টি বাউন্ডারির সাহায্যে করেছেন ২০৪ রান। এ নিয়ে দুই মাসের ব্যবধানে দুটি ডাবল সেঞ্চুরি হলো তার।
সমিতের ইনিংসে ভর করেই তার দল ৩৭৭ রান করেছিল। জবাবে প্রতিপক্ষ সাই কুমারান গুটিয়ে যায় ১১০ রানে। এ ম্যাচে বল হাতেও জাদু দেখিয়েছেন সুমিত। নিয়েছেন দুই উইকেট।
এর আগে ডিসেম্বরে কলকাতায় রাজ্য পর্যায়ের অনুর্ধ্ব ১৪ ইন্টার জোনাল টুর্নামেন্টে ভাইস প্রেসিডেন্ট একাদশের হয়ে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। সেবার ধারওয়াদ জোনের বিরুদ্ধে ২৫৬ বলে ২২টি বাউন্ডারির সাহায্যে করেছিলেন ২০১ রান। সেই ম্যাচেও নিয়েছিলেন ৩ উইকেট।