৩০০ ছাড়ানোর পর তাইজুলের বিদায়
প্রথম সেশন মানেই যেন বাংলাদেশের বিপদ। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে ৪ উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় দিনের প্রথম সেশনেও ভুগছে ঘরের মাঠের দলটি। লিটন কুমার দাস ও মুশফিকুর রহিমসহ চারজন ব্যাটসম্যান সাজঘরে ফিরেছেন। দলীয় সংগ্রহ ৩০০ ছাড়ানোর পর আউট হন তাইজুল ইসলাম।
পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদির শিকারে পরিণত হওয়ার আগে ১১ রান করেন তাইজুল। ব্যাটিং করছেন মেহেদী হাসান মিরাজ আবু জায়েদ রাহি। ১১০ ওভার শেষে ৮ উইকেটে বাংলাদেশর সংগ্রহ ৩১৫ রান। মিরাজ ৩১ ও রাহি শূন্য রানে ব্যাটিং করছেন।
শীর্ষস্থান দখলে নেওয়া হলো না মুশফিকের
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টটি ডানহাতি অভিজ্ঞ এই ব্যাটসম্যানের ৭৬তম ম্যাচ। কিন্তু দেশের হয়ে শীর্ষ রান সংগ্রাহকের স্থানটা তামিম ইকবালের দখলে। এবার সিংহাসনটি নিজের দখলে নেওয়ার পথে ছিলেন মুশফিক। কিন্তু মাত্র ২ রানের জন্য তা হলো না। ৯১ রান করে থামতে হলো অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে।
৭৬ টেস্টে ১৩৯ ইনিংসে ৭ সেঞ্চুরি ও ২৪ হাফ সেঞ্চুরিতে মুশফিকের রান এখন ৪ হাজার ৭৮৭। দীর্ঘদিন শীর্ষে থাকা তামিম ইকবাল ৯ সেঞ্চুরি ও ৩১ হাফ সেঞ্চুরিতে ৪ হাজার ৭৮৮ রান নিয়ে শীর্ষেই থেকে গেলেন। আগের দিন দারুণ ব্যাটিং করা মুশফিক এদিন ৯ রান যোগ করেন। ২২৫ বলে ১১টি চারে ৯১ রান করে ফাহিম আশরাফের শিকারে পরিণত হন তিনি।
অভিষেক রাঙানো হলো না রাব্বির
দীর্ঘদিন দলের সঙ্গে থেকেছেন, ঘুরে বেড়িয়েছেন দেশ-বিদেশ। চট্টগ্রামে এসে অপেক্ষা ফুরায় ইয়াসির আলী রাব্বির। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে অভিষেক হয় ডানহাতি এই ব্যাটসম্যানের। কিন্তু শুরুটা রাঙানো হলো না চট্টগ্রামের এই ঘরের ছেলের। ১৯ বলে ৪ রান করেই থামতে হলো রাব্বিকে।
পাকিস্তান পেসার হাসান আলীর বল খেলতে গিয়ে পুরোপুরি পরাস্থ হন তিনি। ব্যাট ও প্যাডের মাঝে অনেক ফাঁকা থাকায় ভেঙে যায় রাব্বির স্টাম্প। নতুন ব্যাটসম্যান হিসেবে মুশফিকুর রহিমের সঙ্গে উইকেটে যোগ দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ৯৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৭২ রান। মুশফিক ৯১ ও মিরাজ ১ রানে ব্যাটিং করছেন।
দ্বিতীয় দিনের শুরুতেই ফিরলেন লিটন
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে বিপদে পড়া দলকে পথ দেখিয়ে অনেকটা সময় ব্যাট চালান লিটন কুমার দাস। চোখ জুড়ানো ব্যাটিংয়ে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ১১৩ রানে অপরাজিত থকে প্রথম দিন শেষ করেন ডানহাতি এই ব্যাটসম্যান। দ্বিতীয় দিন একই পথে হাঁটা হলো না তার।
এদিন ৮টি বল খেলেছেন লিটন, রান করেছেন এক। পাকিস্তানের পেসার হাসান আলীর বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। লিটনের প্রথম সেঞ্চুরির ইনিংসটি শেষ হলো ১১৪ রানে। ২৩৩ বলে ১১টি চার ও একটি ছক্কায় এই রান করেন তিনি।
লিটনের বিদায়ে উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে যোগ দিয়েছেন অভিষিক্ত ইয়াসির আলী রাব্বি। ৮৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৫৯ রান। মুশফিক ৮৩ ও রাব্বি ০ রানে ব্যাটিং করছেন।