দেড় ঘণ্টা আগেই বার্সার অনুশীলনে মেসি
বার্সেলোনার অনুশীলনে যোগ দিয়েছেন লিওনেল মেসি- অন্যান্য সময়ে এটা নিশ্চয়ই বড় খবর ছিল না। এমনকি এই খবর প্রকাশ করা নিয়ে তেমন আগ্রহও দেখা যায়নি আগে। তবে এবারের দৃশ্যপট ভিন্ন। বার্সার অনুশীলনে যোগ দিয়েছেন মেসি, ফুটবল বিশ্বের বড় খবরের মধ্যে এটিও একটি।
কারণটা ফুটবলপ্রেমীদের কাছে অজানা নয়। আর্জেন্টাইন ফরোয়ার্ড বার্সা ছাড়ার ঘোষণা দেওয়ার পর স্নায়ুক্ষীয় ১০টি দিন দেখেছে ফুটবল বিশ্ব। মেসি বার্সা ছাড়ছেন নাকি ছাড়ছেন না, এই প্রশ্নের উত্তর জানতে অপেক্ষায় ছিল গোটা বিশ্ব। বার্সার সঙ্গে সম্পর্কের অবনতি ঘটলেও আরও এক মৌসুম কাতালান ক্লাবটিতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মেসি।
বার্সা ছাড়ার ঘোষণা দেওয়ার পর প্রথমবারের মতো অনুশীলনে গেলেন মেসি। সেটাও দেড় ঘণ্টা আগে। তার দলবদলের আলোচনার সময়ই বার্সার অনুশীলন শুরু হয়। সে সময় অনুশীলনে যাননি ছয়বারের ব্যাল ডি'অর জয়ী। এমনকি করোনা টেস্টও করাননি মেসি।
স্প্যানিশ বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, রোববার করোনা পরীক্ষা করা হয়েছে মেসির। নেগেটিভ ফল আসার পরদিন অনুশীলনে হাজির হয়েছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় ক্লাবের জুয়ান গাম্পের ট্রেনিং গ্রাউন্ডে যাওয়ার কথা ছিল তার। তবে মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, বিকেল ৩টা ৫৭ মিনিটে ক্লাব ফ্যাসিলিটিজে পৌঁছে যান মেসি।
গত ২৫ আগস্ট বুরোফ্যাক্সের মাধ্যমে দল ছাড়ার কথা বার্সাকে জানান মেসি। প্রতি মৌসুমের শেষে দল ছাড়তে পারবেন, চুক্তিতে এমন ধারা থাকার কথা উল্লেখ করে বার্সা ছাড়ার ইচ্ছার কথা জানান তিনি। যদিও বার্সার দাবি ছিল, সেই সময় ১০ জুনে শেষ হয়ে গেছে। এখন যেতে হলে রিলিজ ক্লজের পুরো ৭০০ মিলিয়ন ইউরো দিয়ে তাকে অন্য ক্লাবে যেতে হবে।
যা নিয়ে শুরু হয় টানাপোড়েন। কয়েকদিন এভাবে চলার পর মেসির বাবার সঙ্গে আলোচনায় বসার ইচ্ছার কথা জানান বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। বার্সার সভাপতির সঙ্গে কথা বলতে বার্সেলোনায় যান মেসির বাবা ও তার এজেন্ট হোর্হে মেসি। এই আলোচনার পরদিন মেসি বার্সায় থেকে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান মেসি। যদিও এই সিদ্ধান্ত যে মনের বিরুদ্ধে নিতে হয়েছে, সেটা মেসির বিভিন্ন কথায় বোঝা গেছে।