দেশে ফিরলেন সাকিব-মুস্তাফিজ, কোথায় করবেন কোয়ারেন্টিন
করোনাভাইরাসের প্রকোপে স্থগিত হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বিদেশি ক্রিকেটাররা দেশে ফিরছেন, অনেকে আবার আটকা পড়েছেন ভারতে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আটকা পড়ার তালিকায় ছিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। বেশি সময় ভারতে হোটেলবন্দি থাকতে হলো না তাদের, বিশেষ ব্যবস্থায় আজ বিকেল সাড়ে তিনটায় দেশে ফিরেছেন তারা।
সাকিব-মুস্তাফিজকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করতে হবে। গুলশানের ফোর পয়েন্ট শেরাটনে কোয়ারেন্টিন করবেন সাকিব। হোটেল সোনারগাঁওয়ে কোয়ারেন্টিনে থাকবেন মুস্তাফিজ ও তার স্ত্রী সাদিয়া পারভীন শিমু। নাম প্রকাশ না করার শর্তে এই বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন বিসিবির এক কর্মকর্তা। বিমান বন্দর থেকে সোজা হোটেলে চলে গেছেন সাকিব-মুস্তাফিজরা।
আইপিএলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এই দুই ক্রিকেটারের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির লজিস্টিক সাপোর্টের কর্মকর্তা ওয়াসিম খান। তিনি বলেন, 'আহমেদাবাদ থেকে দুজন ঢাকার ফ্লাইটে দেশে ফিরেছে। চার্টার্ড ফ্লাইটে তারা বিকেল সাড়ে তিনটায় ঢাকায় পৌঁছায়।'
সাকিব-মুস্তাফিজ একই ফ্লাইটে দেশে ফিরেছেন। তাদের খরচের কিছু অংশ বহন করছে দুজনের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। যৌথভাবে চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে দল দুটি। সাকিব-মুস্তাফিজের দলেই দায়িত্ব নেওয়ায় তাদের দেশে ফেরানোর বিষয়টি নিয়ে ভাবতে হয়নি বিসিসিআইকে।
মঙ্গলবার আইপিএল স্থগিত হয়ে যাওয়ার পর সাকিব-মুস্তাফিজের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। কারণ ভারতের সঙ্গে বিমান চলাচল ও বর্ডার বন্ধ রেখেছে বাংলাদেশ সরকার। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ থাকায় তখন বিসিবির পক্ষ থেকে বিশেষ ব্যবস্থায় তাদের দ্রুত ফেরানোর কথা বলা হয়।
একইসঙ্গে সাকিব-মুস্তাফিজের কোয়ারেন্টিন শিথিলের জন্য অনুরোধ জানিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দেয় বিসিবি। যদিও বিসিবির অনুরোধ রাখা হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়ে দেয়, তাদের জন্য কোনও ছাড় নয়, বাধ্যতামূলকভাবে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করতে হবে সাকিব-মুস্তাফিজকে।