দেশের খেলা বাদ দিয়ে আইপিএল খেলবেন সাকিব

তৃতীয় সন্তানের জন্মের সময় যুক্তরাষ্ট্রে স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। এই সফরের পরই এপ্রিলে শ্রীলঙ্কায় দুটি টেস্ট খেলতে যাওয়ার কথা বাংলাদেশের। এই সফরেও যেতে চান না সাকিব। আবেদন করার পর শ্রীলঙ্কা সফর থেকেও বাঁহাতি এই অলরাউন্ডারকে ছুটি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী এপ্রিলে বাংলাদেশ যখন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলবে, তখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলা থাকবে। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে আইপিএলে খেলতেই মূলত ছুটি নিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।
কেবল সাকিবই নন, ২০২১ আইপিএলে দল পাওয়া মুস্তাফিজুর রহমানকেও ছুটি দেওয়ার ব্যাপারে ভেবে রেখেছে বিসিবি। রাজস্থান রয়্যালসে ডাক পাওয়া বাঁহাতি পেসার ছুটি চাইলে তাকেও ছুটি দেওয়া হবে। এমনকি যে কেউ-ই ছুটি নিতে পারবেন বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।
সাধারণত দেশের খেলা থাকলে কোনো দেশই ক্রিকেটারদের লিগ খেলার অনুমতি দেয় না। বাংলাদেশেও এমন নজির অনেক আছে। ২০১৯ বিশ্বকাপের কারণে মুস্তাফিজকে আইপিএল খেলার অনুমতি দেওয়া হয়নি। সাকিবকে ফিরিয়ে আনা হয়েছিল সিপিএল খেলতে যাওয়ার মাঝপথ থেকে। কিন্তু এই বিষয়ে বিসিবি আগের অবস্থানে অনড় থাকছে না।
আকরাম খানের মতে, কেউ না চাইলে তাকে জোর করে খেলানো হবে না। দ্য বিজনেজ স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, 'সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে চায় না, সে ছুটি চেয়েছে। আমরা বিষয়টি নিয়ে অনেক আলোচনা করেছি, মিটিং করেছি। এরপর তার ছুটি মঞ্জুর করা হয়। আগেও অনেককে ছুটি দেওয়া হয়েছে। তবে জাতীয় দলের খেলা থাকলে সাধারণত আমরা ছুটি দিতে চাই না। এবার আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে। জোর করে কাউকে বাংলাদেশ দলে খেলানো হবে না।'
সাকিবের ছুটি নেওয়ার ব্যাপারটি যে ভালো দৃষ্টান্ত নয়, সেটাও জানালেন আকরাম খান। বিসিবির এই পরিচালক বলেন, 'শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট সিরিজ ও আইপিএল একই সময়ে হবে। সাকিব টেস্ট খেলতে চায় না এই সিরিজে। আমরা তাকে ছুটি দিয়েছি। এটা অবশ্যই ভালো উদাহরণ নয়।'
মুস্তাফিজসহ অন্যরা চাইলেও ছুটি পাবেন। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, 'কেবল তারা দুজনই নয়, অন্যদেরও ছুটি দেবে বোর্ড। যে ক্রিকেটার খেলতে চায় না, তাদের সবাইকেই ছুটি দেওয়া হবে। এটা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বোর্ডের মনে করে, যে খেলতে চায় না, তাকে জোর করে না খেলানোই ভালো। আবেদন করলে মুস্তাফিজকেও ছুটি দেওয়া হবে, সবাইকেই ছুটি দেওয়া হবে।'
টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। টেস্টে না খেললেও মে'তে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবেন বাঁহাতি এই অলরাউন্ডার। আগামী এপ্রিওলে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর নিশ্চিত, তবে সূচি এখনও চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হয়নি আইপিএলের সূচিও।