দুই করোনা বিশেষজ্ঞের দ্বারস্থ বিসিবি
শ্রীলঙ্কা সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দল। আগামী ২৪ অক্টোবর ক্যান্ডিতে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট। এর প্রায় এক মাস আগে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ। কোয়ারেন্টিন পর্ব শেষ সপ্তাহ দুয়েক অনুশীলনের পর আসল লড়াইয়ে নামবেন তামিম, মুশফিক, মুমিনুলরা।
করোনাভাইরাসের প্রকোপ থাকায় সফর পূর্ববর্তী এবং সফরকালীন দলের স্বাস্থ্য বিধি তৈরিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফ্লাইট, হোটেল এবং যানবাহন ব্যবহারে ক্রিকেটারদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রটোকল তৈরি করছে বিসিবি। এ জন্য দুজন করোনা বিশেষজ্ঞের সাহায্য নিচ্ছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
এই বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, 'ক্রিকেটারদের সতর্কতা বাড়ানোর জন্য আমরা দুজন বিশেষজ্ঞের সাহায্য নিচ্ছি। তাদের সহযোগিতায় আমরা কিছু প্রটোকল তৈরি করছি। ফ্লাইটে কীভাবে যাব, হোটেলে কীভাবে থাকব, ট্রান্সপোর্ট কীভাবে ব্যবহার করব; এসব প্রটোকল তৈরি করার জন্য আমরা উনাদের সাহায্য নিচ্ছি।'
এদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আরেকজন অধ্যাপক ইংল্যান্ডের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ে কর্মরত। তাদের চাননি বলে বিসিবি তাদের নাম প্রকাশ করছে না। দেবাশীষ চৌধুরী বলেন, 'অনুরোধের কারণে তাদের নাম আমরা বলছি না। তারা চান না তাদের নাম জানানো হোক। দুজনই বাংলাদেশ সরকারের বিভিন্ন টেকনিক্যাল কমিটিতে আছেন। তারা মূলত গবেষক।'
বেশ আগে থেকেই এই দুই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আসছে বিসিবি। শ্রীলঙ্কা সফরের আগ পর্যন্ত তাদের সাহায্য নেবে ক্রিকেট বোর্ড। ইতোমধ্যে বাংলাদেশের জাতীয় দল ও হাই পারফরম্যান্স (এইচপি) দলের বেশ কয়েকজন ক্রিকেটারদের সঙ্গে একটি অনলাইন সেশনও করেছেন তারা। আগামীকাল, ৬ সেপ্টেম্বর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করতে আসবেন তারা।
দেবাশীষ চৌধুরী বলেন, 'উনাদের সঙ্গে প্রথম বৈঠক সপ্তাহ খানেক আগে হয়ে গেছে। বৃহস্পতিবার খেলোয়াড়দের নিয়েও জুমে ভার্চুয়াল মিটিং করেছেন উনারা। অনেক আগে থেকেই উনাদের সঙ্গে যোগাযোগ করছি আমরা। অন্তত শ্রীলঙ্কা সফরের আগ পর্যন্ত উনাদের সঙ্গে আমাদের বিভিন্ন সময়ে যোগাযোগ হবে। কাল মিরপুরে আসবেন তারা দুজন।'
শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে ১০-১৫ সেপ্টেম্বরের মধ্যে ২২ সদস্যের দল ঘোষণা করার কথা বিসিবির। এসব ক্রিকেটারের করোনা পরীক্ষা শুরু হবে ১৮ সেপ্টেম্বর। তিন দফায় করোনা পরীক্ষা করা হবে ক্রিকেটারদের। পরীক্ষায় নেগেটিভ হওয়া ক্রিকেটারদের ২০ সেপ্টেম্বর থেকে হোটেলে তোলা হবে।
২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে দলীয় অনুশীলন। মিরপুর স্টেডিয়ামে কয়েকদিন অনুশীলনের পর ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে জাতীয় দল ও হাই পারফরম্যান্স দল। এই সফরে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথম দুটি টেস্ট ক্যান্ডিতে এবং শেষ টেস্ট কলম্বোতে অনুষ্ঠিত হবে। এর আগে হাই পারফরম্যান্স দলের বিপক্ষে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় দল।