পাকিস্তানকে বড় লক্ষ্য দিতে পারল না বাংলাদেশ
তৃতীয় দিন শেষ বিকেলে হতাশার ব্যাটিংয়ে শঙ্কাই জেগেছিল। একেবারে শেষ বেলায় কিছুটা প্রতিরোধে আশা বাঁচিয়ে রাখেন মুশফিকুর রহিম ও ইয়াসির আলী রাব্বি। কিন্তু দিনের শুরুতেই মুশফিকের বিদায় ও রাব্বির মাথায় চোট পাওয়ার পর লিটন দাসের লড়াইয়ের পরও পাকিস্তানকে বড় লক্ষ্য দেওয়া হলো না বাংলাদেশের।
দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। পাকিস্তানকে ২০২ রানের লক্ষ্য দিয়েছে মুমিনুল হকের দল। প্রথম ইনিংসে ৪৪ রানের লিড পাওয়ায় তবু এই ২০০ ছাড়ানো লক্ষ্য দেওয়া সম্ভব হলো।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৯ রানের ইনিংস খেলেন লিটন। এ ছাড়া মুশফিক ১৬, ইয়াসির ৩৬, মেহেদী হাসান মিরাজ ১১, নুরুল হাসান সোহান ১৫ রান করেন। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ৫, সাজিদ খান ৩টি ও হাসান আলী ২ উইকেট নেন।
আফ্রিদি তোপে অলআউট হওয়ার পথে বাংলাদেশ
ইয়াসির আলী রাব্বির মাথায় আঘাত পাওয়াটাই যেন কাল হলো বাংলাদেশের। তার কনকাশন সাব হিসেবে মাঠে নামা নুরুল হাসান সোহান ১৫ রান করেই বিদায় নেন। এক পাশ আগলে হাফ সেঞ্চুরি তুলে নেওয়া লিটন দাসও বেশি সময় ঠিকতে পারলেন না। ডানহাতি এই ব্যাটসম্যান ৫৯ রান করে আউট হওয়ার পর অলআউটের পথে বাংলাদেশ।
বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ২০১ রানের। উইকেটে আছেন শেষ দুই ব্যাটসম্যান তাইজুল ইসলাম ও এবাদত হোসেন। পাকিস্তান পেসার শাহিন শাহ আফ্রিদি নিয়েছেন ৫টি উইকেট।
লিটন-সোহানের ব্যাটের দিকে তাকিয়ে বাংলাদেশ
ইয়াসির আলী রাব্বি ভালোই ব্যাটিং করছিলেন। কিন্তু মাথায় বলের আঘাতে পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি। তার বদলি হিসেবে নেমেছেন নুরুল হাসান সোহান। তাকে নিয়ে এগিয়ে যাচ্ছেন লিটন কুমার দাস। প্রথম সেশন শেষ হওয়ার আগে ৪৫ ওভারে ৬ উইকেটে ১১৫ রান তুলেছে বাংলাদেশ, লিড দাঁড়িয়েছে ১৫৯ রানের। লিটন ৩২ ও সোহান শূন্য রানে অপরাজিত আছেন।
দিনের তৃতীয় বলেই ফিরে গেলেন মুশফিক
শুরুটা দেখে আশাই জেগেছিল। হাসান আলীর করা প্রথম বলেই চার মেরে চতুর্থ দিন শুরু করেন মুশফিকুর রহিম। দ্বিতীয় বলটিও একইভাবে খেলে রান পেলেন না। কিন্তু তৃতীয় বলেই ভেঙে গেল মুশফিকের স্টাম্প। পাকিস্তানের পেসার হাসান আলীর ভেতরে ঢোকা বলটি ছেড়ে দিলে ভেঙে যায় তার অফ স্টাম্প।
১৬ রান করে থেমেছেন মুশফিক। নতুন ব্যাটসম্যান হিসেবে ইয়াসির আলী রাব্বির সঙ্গে উইকেটে যোগ দিয়েছেন লিটন কুমার দাস। দ্বিতীয় ইনিংসে ২১ ওভারে ৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৪৬ রান। ৯০ রানের লিড পেয়েছে মুমিনুল হকের দল।