দায়িত্ব নেওয়ার আগেই ম্যাকমিলানের বিদায়
বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে আপাতত কাজ করা হচ্ছে না ক্রেইগ ম্যাকমিলানের। শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করার কথা ছিল নিউজিল্যান্ডের সাবেক এই ক্রিকেটারের। কিন্তু কয়েকদিন আগে তার বাবা মারা যাওয়ায় এই দায়িত্ব পালন করতে পারবেন না বলে জানিয়েছেন তিনি।
দায়িত্ব থেকে ম্যাকমিলানের অব্যাহতি নেওয়ার বিষয়টি শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ধারণা করা হচ্ছে, শ্রীলঙ্কা সফর শেষ পর্যন্ত হলে বিশেষজ্ঞ ব্যাটিং কোচ বা পরামর্শক ছাড়াই সিরিজ খেলতে হবে বাংলাদেশকে।
বিবৃতিতে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, 'ক্রেইগ আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তার বাবার মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। এ কারণে আসন্ন সফরে বাংলাদেশের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। আমরা তার অবস্থা খুব ভালোভাবেই বুঝতে পারছি। কঠিন এই সময়ে ক্রেইগ ও তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি।'
গত ২১ আগস্ট বাংলাদেশের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব থেকে ইস্তফা দেন নেইল ম্যাকেঞ্জি। প্রোটিয়া এই কোচ চাকরি ছাড়ার পর থেকে নতুন কারও সন্ধানে ছিল বিসিবি। দীর্ঘমেয়াদে নতুন ব্যাটিং কোচ হিসেবে কাউকে না পাওয়ায় শ্রীলঙ্কা সফরের জন্য ব্যাটিং পরামর্শক নিয়োগ দেয় বিসিবি। গত ২৫ আগস্ট ম্যাকমিলানের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের ব্যাটিং ও ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছেন ম্যাকমিলান। এ ছাড়া ক্যান্টারবুরি, মিডলসেক্স ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কিংস ইলেভেন পাঞ্জাবে কোচিংয়ের অভিজ্ঞতা আছে তার।