দারুণ মিরাজের অসাধারণ সেঞ্চুরি
টেস্ট ক্যারিয়ারের বয়স চার বছর হয়ে গেছে। এই সময়ে ব্যাটসম্যানের চেয়ে বোলার মিরাজকেই বেশি কাজে লেগেছে বাংলাদেশের। তবে তিনি যে ব্যাটিং অলরাউন্ডার, সেটা মনে করিয়ে দিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে অসাধারণ ব্যাটিং করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। টেস্টে এটাই তার প্রথম সেঞ্চুরি।
আট নম্বরে বা এর পরে ব্যাটিং করার হিসেবে বাংলাদেশের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছালেন তিনি। ক্যারিয়ারের ২৩ টেস্ট খেলতে নামা মিরাজ ১৬০ বলে ১৩টি চার সেঞ্চুরি পূর্ণ করেন। এরআগে টেস্টে তার সেরা ইনিংস ছিল ৬৮ রানের।
২৬ মাস পর মিরাজের হাফ সেঞ্চুরি
দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি তুলে নিলেন মেহেদী হাসান মিরাজ। ডানহাতি এই ব্যাটসম্যান ৯৯ বলে ৭টি চারে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। টেস্টে এটা তার তৃতীয় হাফ সেঞ্চুরি। ২০১৮ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্ট হাফ সেঞ্চুরি করেন মিরাজ। সাকিব আল হাসানের পর তাইজুল ইসলামকে নিয়ে বাংলাদেশের ইনিংস এগিয়ে যাচ্ছেন তরুণ এই অলরাউন্ডার। ১৩০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেট ৩৪৭।
দলকে ৩০০ পার করিয়ে থামলেন সাকিব
মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন সাকিব আল হাসান। এই দুই ব্যাটসম্যানের ৬৭ রানের জুটি ভেঙেছে সাকিবের বিদায়ে। প্রায় ১৭ মাস পর টেস্ট খেলতে নেমে হাফ সেঞ্চুরি করা সাকিব ৬৮ রান করে রাকিম কর্নওয়ালের শিকার হন। টেস্টে এটা তার ২৫তম হাফ সেঞ্চুরি।
কর্নওয়ালের অনেক বাইরের বলে বাজে এক শটে ক্রেইগ ব্রাথওয়েটের হাতে ক্যাচ তুলে দেন সাকিব। তার কাট শটটি দেখে মনে হচ্ছিল ক্যাচিং অনুশীলন করাচ্ছেন তিনি। ১১৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৩২৪ রান। উইকেটে আছেন মিরাজ ও তাইজুল ইসলাম।
২৬ মাস পর সাকিবের টেস্ট হাফ সেঞ্চুরি
নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর্বটা ঝলমলেই হয়েছে সাকিব আল হাসানের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন বাঁহাতি এই অলরাউন্ডার। এবার টেস্ট প্রত্যাবর্তনও রাঙালেন অভিজ্ঞ এই ক্রিকেটার। প্রায় ১৭ মাস পর টেস্ট খেলতে নেমেই হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন সাকিব।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে ১১০ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি। টেস্টে এটা তার ২৫ তম হাফ সেঞ্চুরি। ২০১৮ সালে নভেম্বরে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই সর্বশেষ টেস্ট হাফ সেঞ্চুরি করেন সাকিব। বাংলাদেশ প্রাণ ভোমরা তার সর্বশেষ টেস্ট ম্যাচটি খেলেন ২০১৯ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে।
ওয়ারিক্যানের চতুর্থ শিকার লিটন
ভয় ছিল রাকিম কর্নওয়ালকে নিয়ে। কিন্তু বাংলাদেশের ইনিংস এলোমেলো করে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আরেক স্পিনার জোমেল ওয়ারিক্যান। প্রথম দিন তিন উইকেট নেওয়া বাঁহাতি এই স্পিনার দ্বিতীয় দিনের শুরুতেই ফিরিয়ে দিয়েছেন লিটন কুমার দাসকে।
ওয়ারিক্যানের লাফিয়ে ওঠা একটা ডেলিভারি কাট করতে গিয়ে মিস করেন লিটন। বল অফ স্টাম্প ছুঁয়ে বেরিয়ে যায়। এদিন ৪ রান করতে পেরেছেন লিটন। প্রথম দিন শেষে ৩৪ রানে অপরাজিত ছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। ৯৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৬১ রান। উইকেটে আছেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।
প্রথম দিন ১৫.৪ ওভার বাটিং করে ৪৯ রানের জুটি গড়েন সাকিব-লিটন। এই জুটিতেই চাপ কাটিয়ে উঠে প্রথম দিনের শেষ বিকেলটা কিছুটা স্বস্তি নিয়ে পার করেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনের তৃতীয় ওভারে লিটনকে ফিরিয়ে ৫৫ রানের জুটিটি ভাঙলেন ওয়ারিক্যান।