দারুণ জয়ে শুরু ম্যান সিটির
উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের নাম শুনলেই আতকে ওঠার কথা ম্যানচেস্টার সিটির। গত আসরে দুইবারের সাক্ষাতে দুইবারই হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল সিটিকে। নতুন মৌসুমের শুরুতেই সামনে হাজির সেই উলভারহ্যাম্পটন।
এবার আর খেই হারায়নি পেপ গার্দিওলার শিষ্যরা। উলভারহ্যাম্পটনকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করেছে ম্যান সিটি।
উলভারহ্যাম্পটনের মাঠে ৩-১ গোলে ম্যচে জিতেছে সিটি। দলের হয়ে একটি করে গোল করেন কেভিন ডি ব্রুইনে, ফিল ফোডেন ও গ্যাব্রিয়েল জেসুস। উলভারহ্যাম্পটনের হয়ে একমাত্র গোলটি করেন রাউল হিমেনেস।
প্রিমিয়ার লিগের আগের আসরে উলভারহ্যাম্পটনের বিপক্ষে প্রথম ম্যাচটি ২-০ গোলে হেরেছিল ম্যান সিটি। পরের ম্যাচে লড়াই করলেও ৩-২ ব্যবধানে হারতে হয় সিটিকে। সেদিক থেকে এবার শুরুতেই বড় পরীক্ষা উতড়ে গেল দলটি।
গত আসরের দুই হারের কথা ভালোভাবেই মাথায় ছিল ম্যান সিটির। শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে তারা। বল দখলের লড়াইয়ে আধিপত্য বিস্তার করা ম্যান সিটি ম্যাচের ২০তম মিনিটে এগিয়ে যায়। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন ডি ব্রুইনে।
দ্বিতীয় গোলের দেখা পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি ম্যান সিটিকে। ৩২তম মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন ফোডেন। রহিম স্টার্লিংয়ের কাছ থেকে পাস পেয়ে বল জালে জড়ান ইংলিশ এই মিডফিল্ডার।
প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধেও গোলের দেখা মিলছিল না। ৭৮ মিনিটে গিয়ে ব্যবধান কমায় উলভারহ্যাম্পটন। সতীর্থের ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান রাউল হিমেনেস। যোগ করা সময়ে সিটির হয়ে তৃতীয় গোলটি করেন জেসুস।