দলের সিদ্ধান্ত খুশি মনেই মেনে নিয়েছেন সাকিব

২০১৯ বিশ্বকাপে সাকিব আল হাসানের গড়া কীর্তি এখনও সবার মনে তরতাজা। তিন নম্বরে ব্যাটিং করে রীতিমতো বিপ্লব ঘটিয়ে দিয়েছিলেন বাঁহাতি এই অলরাউন্ডার। ৮ ইনিংসে দুটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরিসহ ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান করে তিনি। যা ছিল টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ। এরপরও তিন নম্বর জায়গাটি হারাতে হচ্ছে সাকিবকে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন নম্বরে ব্যাটিং করবেন নাজমুল হোসেন শান্ত, চারে খেলবেন সাকিব। এতো সফল হওয়ার পরও সাকিবের ব্যাটিং অর্ডার বদলানোয় বিস্মিত অনেকেই। তবে দলের এমন সিদ্ধান্তে বিন্দু পরিমাণ আপত্তি নেই সাকিবের। বিশ্বসেরা এই অলরাউন্ডার খুশি মনেই এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে মঙ্গলবার ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে তামিম বলেন, 'আমি ওর (সাকিব) সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি। চার নম্বরে ব্যাটিং করতে সে খুশি। আমি তাকে এটাও বলেছি যে, সে যদি কখনও তিন নম্বরে ফিরে যেতে চায় তাহলে যেন আমার সাথে কথা বলে। সে এটা নিয়ে পুরোপুরি ঠিক আছে।'
তিন নম্বরে ব্যাটিং করতে সাকিবের জন্য দরজা খোলা রাখা হচ্ছে। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে দীর্ঘদিন পর ক্রিকেটে ফেরায় সাকিবকে স্বস্তির জায়গা দিতে চায় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। যা আগেরদিন জানিয়েছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। কোচের সঙ্গে সুর মিলিয়ে তামিমও একই কথা জানালেন।
সাকিব যে চার নম্বরে ব্যাটিং করবেন, এটা ক্যাম্প শুরুর সময়ই তাকে জানিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে তামিম বলেন, 'আমরা যখন ক্যাম্প শুরু করি, বার্তাটা তার প্রতি খুব স্পষ্ট ছিল। এতে তার কোনো সমস্যা নেই, সে বুঝেছে। আর এটায় সে দম ফেলার জায়গা পাবে। সাকিব লম্বা সময় পর এসেছে। আমরা সবাই জানি সে কতো ভালো করেছে তিন নম্বরে। ওর রেকর্ড ওর হয়ে কথা বলে। আমরা এটা নিয়ে অবগত আছি।'
শুধু ইংল্যান্ড বিশ্বকাপেই নয়, বাংলাদেশ দলে তিন নম্বরে সবচেয়ে সফল সাকিব। বাংলাদেশের হয়ে তিন ব্যাটিং করে ২৩ ওয়ানডেতে দুটি সেঞ্চুরি ও ১১টি হাফ সেঞ্চুরিসহ ৫৮.৮৫ গড়ে ১ হাজার ১৭৭ রান করেছেন দেশসরা এই অলরাউন্ডার। কিন্তু সাকিবকে স্বস্তির জায়গা দিতে, ২০২৩ বিশ্বকাপে অভিজ্ঞদের দিয়ে মিডল অর্ডার শক্ত করতে এবং শান্তকে পরখ করতে ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনছে টিম ম্যানেজমেন্ট।