দলছুট হতে চাওয়া মেসিতেই আস্থা বার্সার
বার্সেলোনার স্বপ্নবাহক তিনি। তাকে কেন্দ্র করেই সব পরিকল্পনা সাজায় স্প্যানিশ ফুটবল ক্লাবটি। কিন্তু হঠাৎ-ই বেঁকে যেতে বসেছিল লিওনেল মেসি-বার্সার পথ। ক্লাব ছাড়তে চেয়েছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। অনেক জলঘোলার পর একপ্রকার বাধ্য হয়েই আরও একটি মৌসুম বার্সায় থেকে যেতে হচ্ছে মেসিকে।
এতো টানাপোড়েনের পরও মেসি-বার্সার সম্পর্ক আগের মতো থাকবে কিনা, এ নিয়ে আছে সংশয়। আবার নতুন কোচ রোনাল্ড কোম্যান দায়িত্ব নিয়েই মেসিকে জানিয়ে দিয়েছেন, বাড়তি সুযোগ-সুবিধার দিন শেষ। সবার জন্য যে পরিকল্পনা, মেসির জন্যও তাই।
এত কিছুর পরও বিগত সময়ের মতো মেসির ওপরই ভরসা রেখেছে বার্সেলোনা। তাকেই করা হয়েছে অধিনায়ক। আর্জেন্টাইন ফুটবল জাদুকরের ওপর বেশি আস্থা তার সতীর্থদের। সতীর্থদের ভোটেই অধিনায়কের আর্মব্যান্ড জিতেছেন তিনি।
জাভি হার্নান্দেজ বার্সা ছাড়ার পর অধিনায়ক হন আন্দ্রেস ইনিয়েস্তা। ২০১৮ সাল পর্যন্ত কাতালান ক্লাবটিতে অধিনায়কত্বের দায়িত্ব পালন করেন তিনি। ইনিয়েস্তা ২০১৮ সালে ক্লাব ছাড়ার পর মেসিকে নেতা হিসেবে বেছে নেয় বার্সা।
ভোটে সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন সার্জিও বুসকেটস। ভোটে মেসির পরে অবস্থান থাকায় তাকে ডেপুটি করা হয়েছে। এ নিয়ে টানা তিনটি মৌসুমে বার্সার সহ-অধিনায়ক নির্বাচিত হলেন স্প্যানিশ এই মিডফিল্ডার।
অধিনায়ক পদে আরও দুজন ছিলেন। মেসি, বুসকেটস, জেরার্ড পিকে ও সার্জিও রবার্তোর মধ্যে ভোটাভুটি হয়। গত মৌসুমের মতো এবারও পিকে তৃতীয় এবং রবার্তো চতুর্থ হয়েছেন।
গত ২৫ আগস্ট ফ্যাক্সের মাধ্যমে দল ছাড়ার কথা বার্সেলোনাকে জানান মেসি। তখন থেকেই মেসিকে ধরে রাখতে সব ধরনের চেষ্টা করে আসছিল বার্সা। মেসি বার্সায় ছাড়তে অনড় থাকায় তার বাবা ও এজেন্ট হোর্হে মেসির সঙ্গে আলোচনায় বসেন কাতালান ক্লাবটির সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। এর পরের দিন বার্সায় থেকে যাওয়ার ঘোষণা দেন মেসি।