দলকে পাশে পাচ্ছেন নেইমার
নতুন মৌসুম শুরু হয়েছে হারে। পরের ম্যাচ দিয়ে চেনা ছন্দে ফেরার লক্ষ্য ছিল প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি)। করোনাভাইরাসের ধকল সামলে দ্বিতীয় ম্যাচে দলে ফেরেন নেইমার, ডি মারিয়াসহ আরও কয়েকজন ফুটবলার। কিন্তু এই ম্যাচ দিয়ে জয়ে ফেরা হয়নি, উল্টো বাজে অভিজ্ঞতা হয়েছে পিএসজির।
মার্শেইয়ের বিপক্ষে ১-০ গোলে হারের এই ম্যাচে নেইমারসহ পিএসজির তিনজন ফুটবলার লাল কার্ড দেখেন। একই ঘটনায় মার্শেইয়ের দুজন ফুটবলার লাল কার্ড দেখেন। অনাকাঙিক্ষত সেই ঘটনার সময় বর্ণবাদের শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন নেইমার। ব্রাজিলিয়ান এই তারকা ফরোয়ার্ডের অভিযোগ, তাকে বর্ণবাদী গালি দেওয়া হয়েছে।
আলভারো গঞ্জালেজের দিকে অভিযোগের আঙুল তুলেছেন নেইমার। তবে এটা এখনও অভিযোগের পর্যায়ে। গঞ্জালেজ আসলেই গালি দিয়েছেন কিনা, তা এখনও প্রমাণিত নয়। এ বিষয়ে নিশ্চিত হতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিষয়টি নিয়ে পিএসজি তাদের অবস্থান পরিষ্কার করেছে। নেইমারের পাশে দাঁড়াচ্ছে ফরাসি চ্যাম্পিয়নরা। এক বিবৃতিতে পিএসজি বলেছে, 'পিএসজি খুবই আন্তরিকভাবে নেইমারকে সমর্থন দিচ্ছে। প্রতিপক্ষের একজন খেলোয়াড় বর্ণবাদী আচরণ করেছেন বলে তার অভিযোগ।'
'ক্লাব আবারও ব্যাপারটি পরিষ্কার করে বলতে চায়, সমাজের কোনো পর্যায়ে বর্ণবাদের জায়গা নেই। না ফুটবলে, না আমাদের ব্যক্তিগত জীবনে। আমরা আশা করি এই জঘন্য আচরণের যেকোনো পক্ষের বিরুদ্ধে সবাই প্রতিবাদে সোচ্চার হবে।'
মার্শেই অবশ্য নেইমারের অভিযোগ অস্বীকার করেছে। ক্লাবটির দাবি, গঞ্জালেজ বর্ণবাদী নন। এক বিবৃতিতে মার্শেই জানিয়েছে, 'আলভারো গঞ্জালেজ বর্ণবাদী নন। এই ক্লাবে যোগ দেওয়ার পর তার আচরণ সেটাই প্রমাণ করে। তার সতীর্থরাও তার পক্ষে রয়েছে।'
এই ব্যাপারটি নিয়ে ১৬ সেপ্টেম্বর বৈঠকে বসবে এলএফপি লিগ কমিটি। ম্যাচ রেফারির প্রতিবেদন এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রেফারির প্রতিবেদন পর্যালোচনা করে পাঁচ লাল কার্ডের যৌক্তিকতা, নেইমার-গঞ্জালেজের দোষের মাত্রা বিবেচনা করা হবে। এরপর জানানো হবে সিদ্ধান্ত।
গঞ্জালেজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হোক আর না হোক, ইতোমধ্যে বিপাকে পড়ে গেছেন স্প্যানিশ এই ডিফেন্ডার। ব্রাজিলে গঞ্জালেজের ফোন নম্বর ছড়িয়ে দেওয়া হয়েছে। ফোন করে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে খবর প্রকাশ করা হয়েছে।