তামিমের ব্যাটে রানের ফোয়ারা
পাল্লেকেলে টেস্টের প্রথম ইনিংসে দারুণ ব্যাটিং করেও হতাশা নিয়ে মাঠ ছেড়েছিলেন তামিম ইকবাল। ১০১ বলে ১৫ চারে ৯০ রান করে আউট হন বাংলাদেশের অভিজ্ঞ এই ওপেনার। দ্বিতীয় ইনিংসেও তার ব্যাটে রানের ফোয়ারা ঝরছে। ১০৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশকে পথ দেখিয়ে যাচ্ছেন তামিম।
তার সঙ্গে আছেন অধিনায়ক মুমিনুল হক। দ্রুত দুই উইকেট পড়ে যাওয়ার চাপ কাটিয়ে তুলেছেন এই দুই ব্যাটসম্যানই। তামিম আবারও সেঞ্চুরির পথে ছুটছেন। বাঁহাতি এই ব্যাটসম্যান ৯৮ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় ৭৪ রানে অপরাজিত আছেন। এটা তামিমের ৩০তম হাফ সেঞ্চুরি। মুমিনুল ২৩ রানে অপরাজিত আছেন।
বাজে শুরুর পর দলের হাল ধরে তামিম-মুমিনুল শেষ দিনের দ্বিতীয় সেশন পার করে দেন। তাদের ব্যাটে ৩৩ ওভার শেষে ২ উইকেটে ১০০ রান তুলেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার চেয়ে ৭ রানে পিছিয়ে মুমিনুলের দল। ৮ উইকেটে ৬৪৮ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা।
ফের ব্যর্থ সাইফ, ফিরলেন শান্তও
সাদমান ইসলামের বদলে সাইফ হাসানকে একাদশে নেওয়ায় কম সমালোচনা হয়নি। ব্যাট হাতে সেই সমালোচনার জবাব দিতে পারলেন না সাইফ। প্রথম ইনিংসে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরা বাংলাদেশের তরুণ এই ব্যাটসম্যান দ্বিতীয় ইনিংসেও পারলেন না উইকেট টিকতে।
দ্বিতীয় ইনিংসে ১ রান করেই সুরঙ্গ লাকমলের শিকারে পরিণত হন তিনি। রান বন্যার ম্যাচে সাইফ হাসান দুই ইনিংস মিলিয়ে করলেন এই এক রানই। এমন ব্যাটিংয়ে দ্বিতীয় টেস্টের একাদশে সুযোগ পাওয়ার পথটি সাইফ নিজেই কঠিন করে তুললেন।
সাইফের পর নাজমুল হোসেন শান্তও টিককে পারেননি। শান্তকেও সাজঘর দেখিয়েছেন লঙ্কান পেসার লাকমল। দ্বিতীয় ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি আগের ইনিংসে ১৬৩ রান করা বাঁহাতি এই ব্যাটসম্যান।
দ্রুতই ২ উইকেট হারিয়ে বাংলাদেশ এখন চাপে, উইকেটে আছেন তামিম ইকবাল ও অধিনায়ক মুমিনুর হক। ৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২৭ রান। তামিম ২৬ রানে ব্যাটিং করছেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ লঙ্কানদের চেয়ে ৮০ রানে পিছিয়ে। ১০৭ রানের লিড নিয়ে ব্যাটিং ছাড়ে স্বাগতিকরা। করুণারত্নের ২৪৪ ও ধনঞ্জয়ার ১৬৬ রানের সুবাদে ৮ উইকেটে ৬৪৮ তুলে প্রথম ইনিংস ঘোষণা করেন করুনারত্নে।