তহবিল সংগ্রহে হাফ ম্যারাথন শেষ করলেন বেন স্টোকস
পেশায় তিনি ক্রিকেটার। কিন্তু এখন ক্রিকেট দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর উপায় নেই। সব কিছু স্থবির হয়ে আছে। তাই করোনাভাইরাস দুর্গতদের সাহায্যে ম্যারাথনে নাম লিখিয়েছিলেন বেন স্টোকস। শুধু নাম লেখানোই নয়, তহবিল সংগ্রহে হাফ ম্যারাথন (২২ কি.মি.) পূর্ণ করেছেন ইংলিশ এই তারকা অলরাউন্ডার।
করোনাভাইরাস মোকাবিলায় ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসের তহবিল সংগ্রহে প্রথমবারের মতো হাফ ম্যারাথনে অংশ নেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখা স্টোকস। এক ঘণ্টা ৩৯ মিনিটে হাফ ম্যারাথন শেষ করেন স্টোকস।
উত্তর-পূর্ব ইংল্যান্ডে নিজের বাসার পাশের এলাকাতেই ম্যারাথন পূর্ণ করেন স্টোকস। ম্যারাথন থেকে পাওয়া অর্থ ন্যাশনাল হেলথ সার্ভিস ও ন্যাশনাল চিলড্রেন্স ক্রিকেট চ্যারিটি চান্স টু শাইনে দান করবেন ইংলিশ এই অলরাউন্ডার।
অর্থ তহবিলে কাজ করছেন আরও তিন অপেশাদার ক্রিকেটার। যারা নিজেদের বাগানের পাশেই ফুল ম্যারাথন পূর্ণ করেছেন। এই তিন ক্রিকেটার তহবিল সংগ্রহে একটি পেজ তৈরি করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন স্টোকস। ভিডিওতে দেখা যায়, মাত্রই ম্যারাথন শেষ করলেন তিনি। ভিডিওটি পোস্ট করে ভক্তদেরও ওই তিন ক্রিকেটারের তহবিল সংগ্রহে সাহায্য করার অনুরোধ করেন স্টোকস।
স্টোকস লিখেছেন, 'ম্যারাথন শেষ করা সত্যিই কঠিন ছিল। আপনি যদি সামর্থ্যবান হন, তাহলে দয়া করে দান করুন। এর সবটাই মহৎ একটা কারণে।'
ন্যাশনাল চিলড্রেন্স ক্রিকেট চ্যারিটি চান্স টু শাইনের প্রধান নির্বাহী লরা কর্ডিংলে ইংলিশ অলরাউন্ডারের এমন উদ্যোগে দারুণ উচ্ছ্বসিত। তিনি বলেনে, 'তাদের প্রচেষ্টা দেখতে এবং তাদের সমর্থন করার যে সিদ্ধান্ত বেন নিয়েছে, সেটা সত্যিই অসাধারণ ব্যাপার।'