তরুণদের নিয়ে বাংলাদেশের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা
তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের শেষের দিকে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ। আগামী ২৪ অক্টোবর মাঠে গড়াবে প্রথম টেস্ট। এই সিরিজকে সামনে রেখে ২৩ সদস্যের দল তৈরি করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। চূড়ান্ত করা হলেও আনুষ্ঠানিকভাবে এখনও দল ঘোষণা করা হয়নি।
দ্য আইল্যান্ড, সানডে টাইমসসহ শ্রীলঙ্কার বেশ কয়েকটি সংবাদমাধ্যম দলটি প্রকাশ করেছে। এই দলে আছেন বেশ কয়েকজন নতুন মুখ। শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে ভালো করায় তরুণ এই ক্রিকেটারদের ওপর ভরসা রাখতে চায় দলটি।
প্রথমবারের মতো শ্রীলঙ্কা দলে ডাক পেয়েছেন লাহিরু উদারা, দুভিন্দু তিলকারত্নে, সন্তুষ গুনাতিলাকা, মিনোদ ভানুকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কামিন্ডু মেন্ডিস। শ্রীলঙ্কার ২৩ সদস্যের দলই বলে দিচ্ছে, বাংলাদেশের বিপক্ষে তরুণ ক্রিকেটারদের খেলাতে যাচ্ছে তারা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও দল ঘোষণা করেনি। আগামী কয়েকদিনের মধ্যেই দল ঘোষণা করা হবে জানানো হয়েছে। শ্রীলঙ্কা সফরের আগে ২১ সেপ্টেম্বর থেকে দলীয় অনুশীলন শুরু হবে। কয়েকদিন দলীয় অনুশীলন করে প্রাথমিক দলটি নিয়েই শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ। এরআগে তিন দফায় ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হবে। করোনা পরীক্ষায় নেগেটিভ ক্রিকেটারদের ২০ সেপ্টেম্বর থেকে হোটেলে তোলা হবে।
আগামী ২৭ সেপ্টেম্বরের শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। এই সফরে লঙ্কানদের বিপক্ষে তিনটি টেস্ট খেলবেন তামিম, মুশফিক, মুমিনুলরা। সূচি এখনও চূড়ান্ত না হলেও প্রথম টেস্ট ২৪ অক্টোবর শুরু হবে বলে জানানো হয়েছে। প্রথম দুটি টেস্ট ক্যান্ডি ও শেষ টেস্ট কলম্বোতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান।
শ্রীলঙ্কা দল: দিমুথ করুণারত্নে (অধিনায়ক), ওশাডা ফার্নান্দো, লাহিরু উদারা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, নিরোশান ডিকভেলা, মিনোদ ভানুকা, লাহিরু থিরিমান্নে, সান্তুষ গুনাতিলাকা, কামিন্ডু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দিলরুয়ান পেরেরা, লক্ষণ সান্দাকান, লাসিথ এমবুলদেনিয়া, দুভিন্দু তিলকারত্নে, সুরঙ্গ লাকমল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিতা ও আসিতা ফার্নান্দো।