ডিপাইকে কেনার সামর্থ্য বার্সেলোনার নেই
মেমফিস ডিপাইকে দলে ভেড়াতে পারে বার্সেলোনা- এমন গুঞ্জন বেশ আগের। গত কয়েকদিনে এই গুঞ্জন আরও জোরালো হয়েছে। কিন্তু এক কথায় বিষয়টি থামিয়ে দিলেন বার্সেলোনার নতুন কোচ রোনাল্ড কোম্যান। অলিম্পিক লিওঁ অধিনায়ককে কেনার সামর্থ্য বার্সার নেই বলে জানিয়েছেন তিনি।
ডিপাইকে কিনতে হলে আগে বার্সেলোনাকে খেলোয়াড় বিক্রি করতে হবে জানিয়েছেন কোম্যান। একই কথা বলেছেন অলিম্পিক লিওঁর সভাপতি জ্যাঁ-মিচেল উলাসও। তিনি মনে করেন, করোনাভাইরাসের কারণে আর্থিক সঙ্কটে থাকা বার্সেলোনার সামর্থ্য নেই নেদারল্যান্ডস ফরোয়ার্ডকে কেনার।
নেদারল্যান্ডস জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে বার্সেলোনার দায়িত্ব নিয়েছেন কোম্যান। ২০১৮ সাল থেকে কোচিং করানোয় ডিপাইকে কাছ থেকেই দেখেছেন তিনি। এ কারণে সাবেক শিষ্যকে নিজের ক্লাবে ভেড়ানোর লক্ষ্য ছিল তার। কিন্তু বাস্তবতার নিরিখে সেই সুযোগ দেখছেন না কোম্যান।
ডিপাইকে কেনার ব্যাপারে বার্সেলোনার কী ভাবছে? এমন প্রশ্ন করা হয়েছিল কোম্যানকে। জবাবে ফক্স স্পোর্টস নেদারল্যান্ডসকে বার্সার নতুন বস বলেন, 'ডিপাইকে কেনার জন্য বার্সেলোনাকে আগে খেলোয়াড় বিক্রি করতে হবে।'
বার্সা ছেড়ে সেভিয়ায় পাড়ি জমিয়েছেন ইভান রাকিটিচ। আর্তুরো ভিদালের ইন্টার মিলানে যাওয়া চূড়ান্ত হয়ে গেছে। এ ছাড়া গত মৌসুমে ট্রফিহীন থাকায় নতুন মৌসুমে দলের শক্তি বাড়াতে চায় বার্সা। এ কারণে বেশ কয়েকজনের ওপর নজর রেখেছে কাতালান ক্লাবটি।
বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, লিভারপুলের ডাচ মিডফিল্ডার জর্জিনিয়ো ভেইনালডামকে কেনার চেষ্টায় আছে বার্সা। স্প্যানিশ মিডফিল্ডার থিয়াগো আলকান্তারাকেও বায়ার্ন মিউনিখ থেকে ফিরিয়ে আনার ইচ্ছা আছে বার্সার। স্প্যানিশ এই সেন্ট্রাল মিডফিল্ডার বায়ার্নে যাওয়ার আগে ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে খেলেন।
নতুন খেলোয়াড় কেনার লক্ষ্য থাকলেও আপাতত তা নিয়ে ভাবছেন না বার্সা বস। কারণ প্রাক মৌসুম প্রস্তুতিতে অংশ নেওয়া খেলোয়াড়দের নিয়ে নতুন মৌসুম শুরু করতে হবে বলে মনে করেন তিনি।
কোম্যান বলেন, 'নতুন মৌসুম সামনে রেখে আমরা কাজ করছি। মনে হয়, দলের এই খেলোয়াড়দের নিয়েই আমরা মৌসুম শুরু করব।' আগামী ২৭ সেপ্টেম্বর ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার ২০২০-২১ মৌসুম শুরু করবে বার্সেলোনা।