টেস্ট দলে ফিরলেন সাকিব-তাসকিন, প্রথম ডাক নাঈমের
চট্টগ্রাম টেস্টে বড় ব্যবধানে হেরে যেতে হয়েছে বাংলাদেশকে। ম্যাচে এগিয়ে থেকেও সেটাকে কাজে লাগাতে পারেনি মুমিনুল হকের দল। ঘরের মাঠের দলটির লক্ষ্য এবার ঢাকা টেস্টে ঘুরে দাঁড়ানো। আগামী ৪ নভেম্বর থেকে মিরপুরে শুরু হতে যাওয়া এই টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রথম টেস্টের দল থেকে কাউকে বাদ দেওয়া হয়নি, যোগ করা হয়েছে তিনজনেকে। ১৯ সদস্যের এই দলে ফেরানো হয়েছে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছে বাঁহাতি ওপেনার নাঈম শেখ।
প্রথম টেস্টের দলে থাকলেও চোটের কারণে পরে সাকিবকে বাদ দেওয়া হয়। সোমবার ফিটনেস টেস্ট করিয়ে দ্বিতীয় টেস্টে তাকে দলে ফেরানো হলো। তৃতীয় টি-টোয়েন্টিতে ডানহাতে চোট পাওয়ায় তাসকিনও চিটকে যান। ডানহাতি এই পেসারও ফিট হয়ে উঠেছেন।
দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম অনিক, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, আবু জায়েদ রাহি, নাঈম হাসান, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা, খালেদ আহমেদ, শহিদুল ইসলাম ও নাঈম শেখ।