টেস্টের চূড়ান্ত দল থেকে বাদ সোহান-খালেদ

টেস্টের প্রাথমিক দল দেওয়া হয়েছে গত ৪ জানুয়ারি। প্রাথমিক দলে থাকা ২০ ক্রিকেটারই দলের সঙ্গে আছেন। টেস্টের লড়াই ঘনিয়ে আসায় চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার ঘোষণা করা চূড়ান্ত এই স্কোয়াডে জায়গা হয়নি প্রাথমিক দলে থাকা পেসার খালেদ আহমেদ ও নুরুল হাসান সোহানের।
কব্জির ইনজুরির কারণে গত বছরের শুরুর দিকে পাকিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলা হয়নি সাদমান ইসলাম অনিকের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে বাংলাদেশ দলে ফিরতে যাচ্ছেন বাঁহাতি এই ওপেনার। নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরা সাকিব আল হাসান এই সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটে ফিরতে যাচ্ছেন।
১৮ সদস্যের টেস্ট স্কোয়াডে রয়েছেন পাঁচ পেসার। মুস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন তরুণ হাসান মাহমুদ, আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন। হাসান মাহমুদের এখনও টেস্ট অভিষেক হয়নি।
চার স্পিনার নিয়ে দল সাজানো হয়েছে। সাকিবের সঙ্গে রয়েছেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সবগুলো উইকেট (৪০ উইকেট) নিয়েছিলেন বাংলাদেশের এই চার স্পিনার। স্কোয়াডে একাধিক উইকেটরক্ষক ব্যাটসম্যান থাকায় সুযোগ হয়নি নুরুল হাসান সোহানের।
আগামী ৩ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ১১ ফেব্রুয়ারি।
টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলী রাব্বি, সাইফ হাসান, আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, নাঈম হাসান ও এবাদত হোসেন।
প্রাথমিক দল থেকে বাদ পড়া দুই ক্রিকেটার: খালেদ আহমেদ ও নুরুল হাসান সোহান।