টেস্টের একাদশ কেমন হবে, সেটাও জানাল পাকিস্তান
বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট শুরু হচ্ছে কাল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬ নভেম্বর সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি। এর আগের দিনই পাকিস্তানের একাদশের ধারণা পাওয়া গেল। সফরকারীরা ১২ সদস্যের দল ঘোষণা করেছে। এর আগে টি-টোয়েন্টি সিরিজের আগেও একই কাজ করেছিল পাকিস্তান।
বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কথা বলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। শুরুতেই তিনি ১২ সদস্যের দল ঘোষণা করেন। টি-টোয়েন্টির মতো এই ফরম্যাটেও দাপুটে ক্রিকেট খেলার কথা জানান বাবর।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে জয় থাকলেও টেস্টে কখনও জিততে পারেনি বাংলাদেশ। এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ১১ টেস্ট খেলে ১০টি টিতেই হেরেছে বাংলাদেশ, একটি ম্যাচ ড্র হয়।
প্রথম টেস্ট শেষে ঢাকা ফিরবে দুই দল। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ৪ নভেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।
প্রথম টেস্টের জন্য পাকিস্তানের ১২ সদস্যের দল: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলী, ইমাম-উল-হক, নওমান আলী, সাজিদ খান ও শাহিন শাহ আফ্রিদি।