টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে দশে নামলেন কোহলি
ক্রিকেটের তিন ফরম্যাটেই দাপুটে ব্যাটিং করে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করে রাখা রীতিমত অভ্যাসে পরিণত করেছিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। টেস্ট ও ওয়ানডেতে তার নাম সবার উপরে জ্বলজ্বল করলেও টি-টুয়েন্টিতে নেমে গেছেন একদম দশ নম্বরে। আইসিসি প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে এ তথ্য দেখা গেছে।
সম্প্রতি টি-টুয়েন্টিতে ঠিকঠাক ছন্দ খুঁজে পাচ্ছেন না কোহলি। শেষ চার ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মোট ১০৫ রান।
অন্যদিকে পাঁচ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার পেছনে দারুণ ভূমিকা রাখা লোকেশ রাহুল এখন র্যাঙ্কিংয়ের হিসেবে ভারতের সেরা টি-টুয়েন্টি ব্যাটসম্যান। এই সিরিজে প্রায় ৫৬ গড়ে ২২৪ রান করা রাহুল রয়েছেন দ্বিতীয় স্থানে। তার রেটিং পয়েন্ট ৮২৩।
৮৭৯ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছেন পাকিস্তানের বাবর আজম। তিন থেকে নয় নম্বরে যথাক্রমে আছেন- অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া), কলিন মুরনো (নিউজিল্যান্ড), গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), ডেভিড মালান (ইংল্যান্ড), এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ), হজরতুল্লাহ (আফগানিস্তান) ও ইয়ন মরগ্যান (ইংল্যান্ড)।