টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, দীর্ঘদিন পর একাদশে তাসকিন
প্রথম দুই ওয়ানডে দিয়েই সিরিজ জয় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। তৃতীয় ওয়ানডে পরিণত হয়েছে নিয়ম রক্ষার ম্যাচে। যদিও ম্যাচটিকে হাল্কা করে নিচ্ছে না বাংলাদেশ। বিশ্বকাপ সুপার লিগের ১০ পয়েন্ট ও প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে সোমবার মাঠে নেমেছে তামিম ইকবালের দল।
এই ম্যাচে টস ভাগ্য পক্ষে আসেনি বাংলাদেশের। টস জিতেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মদ। টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন তিনি। এই সিরিজে প্রথমবারের মতো আগে ব্যাটিং করছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি বেলা সাড়ে ১১টায় শুরু হবে।
একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন দুই পেসার রুবেল হোসেন ও হাসান মাহমুদ। পুরোপুরি ফিট হয়ে ওঠায় একাদশে ফেরানো হয়েছে মোহাম্মদ সাইফউদ্দিনকে। জায়গা হয়েছে আরেক পেসার তাসকিন আহমেদের। তিন বছর পর বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলতে যাচ্ছেন ডানহাতি এই পেসার। সর্বশেষ ২০১৭ সালে অক্টোবরে দেশের হয়ে ওয়ানডে খেলেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজও একাদশে দুটি পরিবর্তন এনেছে। জায়গা হারিয়েছেন জশুয়া ডা সিলভা ও আন্দ্রে ম্যাকার্থি। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন জাহার হ্যামিল্টন ও কেয়ন হার্ডিং।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ।
একাদশে জায়গা হয়নি যাদের: মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, মাহেদী হাসান, ও শরিফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনীল আমব্রিস, এনক্রুমাহ বোনার, রভম্যান পাওয়েল, কাইল মেয়ার্স, জাহার হ্যামিল্টন, আকিল হোসেন, রেমন রেফার, আলজারি জোসেফ ও কেয়ন ওটলি, কেয়ন হার্ডিং।
একাদশে জায়গা হয়নি যাদের: জশুয়া ডা সিলভা, আন্দ্রে ম্যাকার্থি, চেমার হোল্ডার ও হেডেন ওয়ালশ জুনিয়র।