টস জিতে ব্যাটিং না বোলিং, এখন আগেই জানেন পাপন
'টস জিতে ব্যাটিং নাকি বোলিং নেবে'- ম্যাচের আগে প্রায় সব সময়ই এমন প্রশ্ন শুনতে হয় বাংলাদেশের অধিনায়ককে। ক্রিকেটের সব খবর রাখা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এই বিষয়েও অবগত থাকতে চান। তাই তাকে আগেই সিদ্ধান্তের কথা জানাতে হয় নির্দিষ্ট ফরম্যাটের অধিনায়ককে।
হঠাৎ-ই ব্যতিক্রম ঘটে। সিদ্ধান্ত একটা নেওয়া হলেও নাজমুল হাসানকে আগে জানানো হয় আরেকটা। যা নিয়ে ২০১৯ সালে বাংলাদেশের প্রথম গোলাপী বলের টেস্টের পর রীতিমতো ক্ষুব্ধ হয়ে পড়েন বিসিবি সভাপতি। ভারতের বিপক্ষে ইডেন গার্ডেন্সে তাকে ফিল্ডিং নেওয়ার কথা জানান কোচ রাসেল ডমিঙ্গো ও অধিনায়ক মুমিনুল হক।
ম্যাচ শুরুর পর চমকে যান নাজমুল হাসান। বাংলাদেশকে ব্যাটিংয়ে দেখে বিশ্বাসই হচ্ছিল না তার। পরে তিনি বলেছিলেন, 'ব্যাটিং নেওয়ায় আমি সত্যিই আশ্চর্য হয়েছি। কোচ-অধিনায়ক দুজনই বলেছিল, ফিল্ডিং নেবে। এটা নিয়ে চিন্তারই কিছু ছিল না। তারপর টস জিতে যখন দেখেছি ব্যাটিং নিয়েছে, তখনই প্রথম ধাক্কা খেয়েছি।'
টসের সিদ্ধান্ত না জানানোর ব্যাপারটি নাজমুল হাসানের কাছে 'বিরাট' নেতিবাচক বিষয়। একইভাবে একাদশ নির্বাচনে তাকে একভাবে বলে অন্যভাবে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটিও মানতে পারেন না বিসিবি সভাপতি। তবে শ্রীলঙ্কা সফরে তাকে না জানিয়ে কিছুই করা হচ্ছে না।
একাদশ নির্বাচন থেকে টসের সিদ্ধান্ত; সব আগেই জানানো হয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধানকে। এ কারণে যেন স্বস্তির নিশ্বাসই ফেললেন তিনি। শনিবার নাজমুল হাসান বলেছেন, 'এখানে যেটা হয়েছে, অন্তত জানি যে একাদশ কী হচ্ছে, টসে জিতে আগে ব্যাটিং নেবে নাকি ফিল্ডিং করবে। এই জিনিসগুলো এখন জানি। আগে যেটা জানতামই না।'
আগে জানলে নিজের পছন্দ-অপছন্দের কথা জানানো যায়, মত দেওয়া যায়; এ কারণেই টস ও একাদশ নিয়ে জানতে চান বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। এমন রীতি ক্রিকেট বিশ্বের আর কোনো বোর্ডে না থাকলেও বিসিবি সভাপতি ব্যাপারটির সঙ্গে বেশ অভ্যস্ত। তার ভাষায়, 'জানলে যেটা হয়, আমার যদি কিছু বলার থাকে, বলতেও পারি। সেদিক দিয়ে যোগাযোগ শুরু হয়েছে।'
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের টিম লিডার হিসেবে ছিলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এবার শ্রীলঙ্কায় এই ভূমিকায় আছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। জাতীয় দলের সাবেক অধিনায়ক শ্রীলঙ্কায় থাকায় দলের আরও উদ্দীপ্ত হয়ে ওঠা উচিত বলে মনে করেন বিসিবি সভাপতি।
খালেদ মাহমুদ সুজন সব সময়ই দলকে চাঙ্গা রাখার চেষ্টা করেন জানিয়ে নাজমুল হাসান বলেন, 'খালেদ মাহমুদ ওখানে থাকাতে দলের আরও স্পিরিটেড হয়ে যাওয়া উচিত। ও ওই রকমই একজন। সব সময় দলকে উজ্জীবিত করার চেষ্টা করে সে। তো সেদিক দিয়ে চিন্তা করলে ঠিক আছে।'