টসের কারণেই অর্ধেক হার, দাবি মুমিনুলের
ক্রিকেটে টস গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে টেস্ট ক্রিকেটে টসের ওপর অনেক কিছুই নির্ভর করে। তবে টস হারলে যে ম্যাচেও সেই দল হেরে যায়, তেমনও নয়। অবশ্য মুমিনুল হকের ধারণা অনেকটা এমনই। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ২০৯ রানের হারের পর অন্তত বাংলাদেশের টেস্ট অধিনায়কের এমনই মনে হচ্ছে।
তার মতে, টস হেরে অর্ধেক ম্যাচে আগেই হেরে গিয়েছিল বাংলাদেশ। যে কারণে ম্যাচের এই ফল। টসে বাংলাদেশ জিতলে ঠিক উল্টো ফল হতো বলে বিশ্বাস তার। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শেষে এমনই জানিয়েছেন মুমিনুল।
সোমবার ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে টস নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, 'আমার মনে হয় এই টেস্ট ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল টস। দেখুন, প্রথম ২ দিনে কিন্তু উইকেটে বোলারদের জন্য কোনো সুবিধা ছিল না। আমার মনে হয়েছে, এই ম্যাচটার ৫০ শতাংশ ফলাফল টসের সময়ই নির্ধারণ হয়ে গিয়েছিল। কন্ডিশন অনেকটা একই। পার্থক্য শুধু এখানে আর্দ্রতা একটু বেশি।'
বাংলাদেশ টস জিতে আগে ব্যাটিং করলে শ্রীলঙ্কার অবস্থাও একই রকম হতো বলে মনে করেন মুমিনুল। তার ভাষায়, 'উইকেট দেখতে অনেকটা একই রকম ছিল, প্রথম টেস্টের মতোই। আমরা যদি আগে ব্যাটিং করতাম, তখন দেখতেন গল্পটা ভিন্নরকম হতো। ওরা হয়তো আমাদের জায়গায় থাকতো আজ। আর আমরা ওদের জায়গায় থাকতাম।'
এমন উইকেটে বেশি স্পিনার দরকার হয় না বলে মনে করেন মুমিনুল। যদিও দ্বিতীয় টেস্টে যাওয়া ৩৬ উইকেটের ২৮টিই নিয়েছেন দুই দলের স্পিনাররা। অভিষেক টেস্ট খেলতে নামা প্রাভিন জয়াবিক্রমা একাই বাংলাদেশকে দিশেহারা করে তোলেন। বাঁহাতি এই স্পিনার দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস ৫ উইকেট নেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও।
স্পিনারদের আধিপত্য দেখেই মুমিনুলকে প্রশ্ন করা হয়, স্পিনারের ঘাটতি ছিল কিনা কিংবা উইকেট পড়তে ভুল হয়েছিল কিনা। জবাবে মুমিনুল বলেন, 'এসব উইকেটে খুব বেশি স্পিনার লাগে না। যেটা আমার কাছে মনে হয়েছে। তো আমাদের তো দুজন খুব ভালো মানের স্পিনার ছিল, আমার মনে হয় না আরেকটা স্পিনার লাগতো। দুই স্পিনারই আমার মনে হয় যথেষ্ট।'