জার্মানি-স্পেনের রোমাঞ্চ ছড়ানো ড্র
করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন থমকে গিয়েছিল। একে এক স্থগিত হয়ে যায় সব ধরনের খেলার বড় বড় টুর্নামেন্ট। মে মাসের মাঝামাঝি সময়ে বুন্দেসলিগা দিয়ে শুরু হয় ক্লাব ফুটবল। অপেক্ষা ছিল আন্তর্জাতিক ফুটবল মাঠে ফেরার। অবশেষ অপেক্ষা ফুরালো। ক্লাব ফুটবল শুরুর চার মাস পরে উয়েফা নেশন্স লিগের ম্যাচ দিয়ে মাঠে ফিরলো আন্তর্জাতিক ফুটবল।
ফেরার দিনেই জার্মানি-স্পেনের রোমাঞ্চকর লড়াই দেখার সুযোগ হলো ফুটবলভক্তদের। টিমো ভেরনারের গোলে জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো জার্মানি। কিন্তু ম্যাচের একেবারে শেষ মুহূর্তে স্পেনের ডিফেন্ডার হোসে লুইস গায়ার গোলে সেটা হয়নি। বার্লিনের মার্সিডিস-বেঞ্জ অ্যারেনায় ১-১ গোলে ড্র করেছে জার্মানি-স্পেন।
নেশন্স লিগের দ্বিতীয় আসরের উদ্বোধনী দিনে গ্রুপ ফোরের ম্যাচটি তুমুল উত্তেজনা ছড়িয়ে শেষ পর্যন্ত ড্র হয়। এই ড্রয়ের কারণে এই আসরে জয়হীনই থেকে যেতে হলো জার্মানিকে। নেশন্স লিগে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি জার্মানি। এই টুর্নামেন্টের গত আসরেও চরম ব্যর্থ ছিল তারা।
উদ্বোধনী দিনে আরও কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ইউক্রেন। ফিনল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে গ্যারেথ বেলের দল ওয়েলস। তুরস্ককে ১-০ গোলে হারিয়েছে হাঙ্গেরি। সার্বিয়ার বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে রাশিয়া। এ ছাড়া স্লোভেনিয়া-গ্রিসের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
জার্মানি-স্পেন ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। বেশ কয়েকটি আক্রমণ সাজালেও কোনো দলই গোল আদায় করে নিতে পারেনি। ম্যাচের ৫১তম মিনিটে টিমো ভেরনারের গোলে এগিয়ে যায় জার্মানি। এরপর থেকে সমতায় ফেরার চেষ্টা করে যাওয়া স্পেন বারবার ব্যর্থ হচ্ছিল। যোগ করা সময়ে (৯০+৫) হাসি ফোটে তাদের মুখে। জোসে লুইস গায়ার গোলে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে স্পেন।
গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ৭ সেপ্টেম্বর ইউক্রেনের মুখোমুখি হবে স্পেন। এদিনই সুইজারল্যান্ডের বিপক্ষে লড়বে জার্মানি। আজ রাতে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনিয়ার মুখোমুখি হবে ইতালি। এ ছাড়া নরওয়ে-অস্ট্রিয়া, স্কটল্যান্ড-ইসরাইল, স্লোভাকিয়া-চেক প্রজাতন্ত্র ম্যাচ অনুষ্ঠিত হবে।