জাতীয় লিগের চ্যাম্পিয়ন ঢাকা বিভাগ
ঘরোয়া টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিভাগ। ষষ্ঠ রাউন্ডের খেলায় খুলনা বিভাগকে ১৭৯ রানে হারিয়ে শিরোপা জেতে তারা। সাত মৌসুম পর এই আসরের শিরোপা জিতল ঢাকা।
বুধবার (২৪ নভেম্বর) বিকেএসপির তিন নম্বর মাঠে ঢাকার দেওয়া ৩৭৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৯৯ রানে অলআউট হয় খুলনা। ১৭৯ রানে জিতে ষষ্ঠবারের মতো জাতীয় লিগের চ্যাম্পিয়ন হলো ঢাকা।
প্রথম স্তরে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল রংপুরের সামনেও। ২৮.৮৯ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে ছিল। কিন্তু সিলেটের বিপক্ষে ড্র করায় এবং ঢাকা ম্যাচ জেতায় রংপুরের শিরোপা জেতা হয়নি।
জাতীয় লিগে ঢাকা সর্বশেষ ২০১৩-১৪ মৌসুমে চ্যাম্পিয়ন হয়। গত আসরের চ্যাম্পিয়ন ছিল খুলনা। মোট সাতবার চ্যাম্পিয়ন হয়েছিল তারা। তাদেরই এবার নেমে যেতে হচ্ছে দ্বিতীয় স্তরে। সিলেট-রংপুরের ম্যাচ ড্র হওয়ায় তারা দ্বিতীয় স্তরে নেমে যায়।
দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিভাগ। চ্যাম্পিয়ন হয়ে প্রথম স্তরে উঠে গেছে তারা। গত ১৭ অক্টোবর থেকে ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় শুরু হয় জাতীয় ক্রিকেট লিগ। আজ ঢাকার চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে পর্দা নামলো আসরটির।