জাতীয় দলের কাজে আইপিএলে ‘গুপ্তচর’ মুস্তাফিজ

স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) পুনরায় শুরু হয়েছে দুদিন হলো। সাকিব আল হাসানদের দল কলকাতা নাইট রাইডার্স ইতোমধ্যে একটি ম্যাচ খেলে ফেলেছে। যদিও বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডারের একাদশে জায়গা হয়নি। আজ মঙ্গলবার মাঠে নামছে মুস্তাফিজুর রহমানের দল রাজস্থান রয়্যালস, তাদের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। ম্যাচটি দুবাইতে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।
সাকিব কলকাতার একাদশে ছিলেন না, মুস্তাফিজ রাজস্থানের একাদশে জায়গা পাবেন তো? এই প্রশ্নের উত্তর এখনই না মিললেও ম্যাচের দিন বাংলাদেশের বাঁহাতি এই পেসার জানালেন, দ্বিতীয় পর্বে ভালো শুরু করতে দলের সবাই মুখিয়ে আছেন। পাশাপাশি এও জানালেন, বিশ্বকাপ প্রস্তুতিতে আইপিএল দারুণ ভূমিকা রাখবে। তার দেওয়া তথ্য হতে পারে দলের জন্য মহাগুরুত্বপূর্ণ। যেন মুস্তাফিজের ভূমিকাটা 'গুপ্তচর'- এর মতো।
নিজেদের শুরুর ম্যাচের কয়েক ঘণ্টা আগে মুস্তাফিজ বলেন, 'আপনি যখন এমন কন্ডিশনে খেলবেন, তখন ভালো শুরু করাটা খুব জরুরি। আমি মনে করি আমরা যদি আমাদের প্রক্রিয়া ঠিক রাখতে পারি এবং আমাদের পরিকল্পনা অনুসরণ করে তা মাঠে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা অবশ্যই এগিয়ে থাকব।'
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আসর সংযুক্ত আরব আমিরাতেই অনুষ্ঠিত হবে। আইপিএলে খেলে বিশ্বকাপের ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব বলে মনে করেন মুস্তাফিজ। তার ভাষায়, 'টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি হিসাবে কাজ করবে আইপিএল। বিশ্বকাপ শুরুর সময়ে আমি আমার সতীর্থদের এখানকার উইকেট সম্পর্কে তথ্য দিতে পারব। আমাদের সবাই আইপিএলে খেলছে না, তাই আমি তাদের ধারণা দিতে পারি যা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে।'
ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে আইপিএল খেলতে গেছেন মুস্তাফিজ। দারুণ ছন্দে থাকা তারকা এই পেসার রাজস্থানের ভাবনা নিয়ে বলেন, 'আমরা এখন যেখানে আছি, সেখান থেকে খুব বেশি দূরে তাকাতে চাই না। আমরা জানি আমরা কী করতে চাই। সেটা হলো ম্যাচ জেতা এবং একটি দুর্দান্ত আইপিএল মৌসুম। আমি বিশ্বাস করি সেই ম্যাচের প্রথমটি হবে আজ। দলের সবাই ভালোভাবে শুরু করতে মুখিয়ে আছে।'
করোনায় আইপিএল স্থগিত হওয়ার আগে ৭ ম্যাচে ৮ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। বাঁহাতি এই পেসার জানালেন, এখন পর্যন্ত নিজের পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট।
মুস্তাফিজ বলেন, 'আমি মনে করি আইপিএলের বেশিরভাগ দলই খুব ভালো কিন্তু আমি রয়্যালসের সঙ্গে আমার সময়টা পুরোপুরি উপভোগ করেছি। আমরা আইপিএলের প্রথম চ্যাম্পিয়ন। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে পারফর্ম করতে পেরে আমি সত্যিই গর্বিত এবং সন্তুষ্ট। আমি এখানে নিজেকে সত্যিই গুরুত্ববহ মনে করি এবং আশা করি এই মৌসুমের বাকি অংশেও পারফর্ম করতে থাকব।'