ছেলের নাম জানালেন সাকিব
দুই কন্যা সন্তানের পর পুত্র সন্তানের বাবা হয়েছেন সাকিব আল হাসান। গত ১৫ মার্চ পুত্র সন্তানের জন্ম নেওয়ার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানালেও তখন ছেলের নাম বলেননি বাংলাদেশের বাঁহাতি এই অলরাউন্ডার। অবশেষে ছেলের নাম জানিয়েছেন সাকিব।
এক মাস পূর্ণ হয়েছে সাকিবের ছেলের। এক মাস উদযাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের নাম জানিয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। পরিবারের নতুন অতিথির নাম আইজাহ আল হাসান রেখেছে সাকিব-শিশির দম্পতি।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে ভারতে আছেন সাকিব। দলের সঙ্গে দারুণ সময় কাটছে বাংলাদেশ প্রাণভোমরার। দারুণ এই সময়ের মাঝে বৃহস্পতিবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেছেন সাকিব।
পোস্টে দুটি ছবি দিয়েছেন তিনি। একটি ছবিতে তার পরিবারের সব সদস্যের নাম লেখা কলকাতার জার্সি দেখা গেছে। আরেকটি ছবিতে একটিই জার্সির ছবি, লেখা 'আইজাহ আল হাসান।' নতুন নামটি দেখে সাকিব ভক্তরা ঠিকই বুঝে নিয়েছেন, এটা তার ছেলের নাম।
ছবি দুটি পোস্ট করে ক্যাপশনে সাকিব লিখেছেন, 'এক মাস পূর্তিতে আমাদের ছোট্ট ছেলে আইজাহ আল হাসানকে শুভেচ্ছা। তুমি আমাদের ছোট্ট পরিবার পূর্ণ করেছো। দুজন সুন্দর বোনের প্রিয় ভাই তুমি, তোমাকে পেয়ে তারা চাঁদ পেয়েছে। এর চেয়ে বেশি আশির্বাদপুষ্ট হওয়া সম্ভব নয়, আমার পূর্ণাঙ্গ পৃথিবী।'
কলকাতার প্রথম দুই ম্যাচেই একাদশে ছিলেন সাকিব। প্রথম ম্যাচে ৫ বলে ৩ রান করার পর ৩৪ রান খরচায় এক উইকেট নেন বাঁহাতি এই অলরাউন্ডার। পরের ম্যাচে বল হাতে দারুণ ছিলেন তিনি, ৪ ওভারে ২৩ রানে নেন এক উইকেট। ব্যাট হাতে অবশ্য এখনও কিছু করা হয়নি তার। দ্বিতীয় ম্যাচে ৯ বলে ৯ রান করেন তিনি।