ছদ্মবেশী মানুষ চিনেছেন মেসি
লিওনেল মেসি, বার্সেলোনা ও তাদের সমর্থক; এই তিন পক্ষের ১০টা দিন কেটেছে চরম অনিশ্চয়তায়। কী হবে; ভাবতে ভাবতে রাতের ঘুম হারাম হয়ে উঠেছিল তাদের। এ ছাড়া পুরো ফুটবল বিশ্বই তাকিয়ে ছিল চূড়ান্ত সিদ্ধান্ত জানার জন্য। শেষ পর্যন্ত বার্সা-মেসি সম্পর্ক টিকে গেছে। আরও এক মৌসুম কাতালান ক্লাবটিতে থাকার কথা জানিয়েছেন মেসি নিজেই।
মূলত ৭০০ মিলিয়ন ইউরোর বিশাল অঙ্কের রিলিজ ক্লজের কারণেই বার্সা ছাড়তে পারেননি মেসি। মনের বিরুদ্ধে তাই আরও একটি মৌসুম বার্সায় থাকতে হচ্ছে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে। তবে বার্সা ছাড়ার ঘোষণা দিয়ে মানুষ চিনতে পেরেছেন মেসি। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড় বুঝতে পেরেছেন, চারপাশে নকল বা ছদ্মবেশী মানুষের অভাব নেই।
ক্যারিয়ারের কঠিন এই সময়ে নিজেকে একা মনে হয়নি মেসির। তবে সাংবাদিক থেকে শুরু করে অন্যান্য মানুষদের কথায় আহত হয়েছেন তিনি। গোল ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, 'নিজেকে একা মনে হয়নি। একা নয়, যারা সব সময় থাকে, তারা এবারও পাশে ছিল। যা শক্তিশালী থাকতে আমার জন্য যথেষ্ট।'
'তবে সাংবাদিক ও মানুষদের কথা শুনে আমি কষ্ট পেয়েছি। বার্সেলোনার প্রতি আমার নিবেদন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, যা আমার সাথে হওয়া উচিত নয়। এটা অবশ্য আমাকে আসল মানুষ চিনতে সাহায্য করেছে।' যোগ করেন মেসি।
মেসির চোখে এই ফুটবল বিশ্ব অনেক কঠিন আর এখানে ছন্মবেশী মানুষের অভাব নেই। আর্জেন্টাইন ফুটবল জাদুকর বলেন, 'এই ফুটবল বিশ্ব অনেক কঠিন আর এখানে ছন্মবেশী মানুষে ভরা। এই ঘটনা আমাকে অনেক ছন্মবেশী মানুষ চিনতে সাহায্য করেছে। বার্সালোনার প্রতি আমার ভালোবাসা নিয়ে যখন প্রশ্ন তোলা হয়, সেটা কষ্ট দেয়। আমি থাকি বা না থাকি বার্সার প্রতি আমার ভালোবাসা কখনও পরিবর্তন হবে না।'
নির্দিষ্ট করে সাংবাদিকদের নিয়েও কথা বলেন মেসি। এমন অনেক খবরই প্রকাশ করা হয়েছে, যা সত্যি নয় বলে জানান তিনি। মেসি বলেন, 'এই পুরো ঘটনায় আমার বিরুদ্ধে অনেক খবরই প্রকাশ করা হয়েছে, যা পুরোপুরি মিথ্যা। এটা দেখেও অনেক কষ্ট পেয়েছি।'