চ্যাম্পিয়ন হয়ে বিশাল অঙ্কের প্রাইজমানি পেল অস্ট্রেলিয়া
দীর্ঘ অপেক্ষা ফুরিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। ফাইনালে নিউজিল্যান্ডকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সংক্ষিপ্ততম আসরের বিশ্বকাপে শ্রেষ্ঠত্বের মুকুট জেতে অজিরা। শিরোপা তো আছেই, সঙ্গে বিশাল অঙ্কের প্রাইজ মানিও পেয়েছে তারা। চ্যাম্পিয়ন হিসেবে ১৬ লাখ ডলার পেয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশি মুদ্রায় যা ১৩ কোটি ৭৩ লাখ টাকা।
গত মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে পুরো টুর্নামেন্টের জন্য ৫৬ লাখ ডলারের প্রাইজমানি ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। চ্যাম্পিয়ন হয়ে বেশিরভাগ টাকাই পকেটে পুড়েছে অস্ট্রেলিয়া।
রানার্স আপ নিউজিল্যান্ড পেয়েছে ৯ লাখ ৬০ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৮ কোটি ২৩ লাখ টাকা। সেমিফাইনালে ছিটকে যাওয়া পাকিস্তান ও ইংল্যান্ড পেয়েছে ৪ লাখ ডলার (৩ কোটি ৪৩ লাখ ৭ হাজার টাকা) করে।
সুপার টুয়েলভ থেকে বিদায় নেওয়া দলগুলোর মধ্যে শ্রীলংকা আড়াই কোটি, দক্ষিণ আফ্রিকা প্রায় ২ কোটি, ভারত-নামিবিয়া-স্কটল্যান্ড দেড় কোটি বেশি, বাংলাদেশ ও আফগানিস্তান ১ কোটি ২৮ লাখ টাকা করে পেয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ পেয়েছে পায় ৯৪ লাখ টাকা। প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়া স্বাগতিক ওমান-আয়ারল্যান্ড ৬৯ লাখ এবং পাপুয়া নিউ গিনি ও নেদারল্যান্ডস ৩৫ লাখ টাকা করে পেয়েছে।