চ্যাম্পিয়ন লিভারপুল কুপোকাত
চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের ওষুধেই দলটিকে কুপোকাত করলো দিয়েগো সিমিওনির অ্যাটলেটিকো মাদ্রিদ। ইংলিশ ‘অল রেড’দের আক্রমণগুলোকে ডি-বক্স পর্যন্ত খুব একটা আসতে দেয়নি স্প্যানিশ দলটির রক্ষণভাগ।
ফলে পুরো ম্যাচে মাত্র দুইবারই সুযোগ তৈরি করতে পেরেছিল লিভারপুল। একবারও অন-টার্গেটে বল পাঠাতে পারেনি। উল্টো গোল খেতে হয়েছে তাদের। খবর বিবিসির।
লিভারপুল যে দুইবার সুযোগ পেয়েছিল, তার একটিতে তাদের তারকা খেলোয়াড় মোহাম্মদ সালাহর হেড পোস্টের বাইরে দিয়ে চলে যায়। অন্যদিকে, জর্ডান হেন্ডারসনের শটও পোস্ট চিনতে ভুল করেছে। সাদিও মানে ও সালাহকে উঠিয়ে, দিভক অরিগি ও অ্যালেক্স অক্সলেদকে নামিয়েও সুফল পাননি মরিয়া কোচ ক্লপ।
অন্যদিকে, লা লিগায় ধুঁকতে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের এদিন দেখা গেল অন্য চেহারা। চার মিনিটে করা সাউলের গোলটিই ভাগ্য নির্ধারণ করে দিয়েছে ম্যাচের। এই দুই দলের মধ্যে চ্যাম্পিয়ন লিগের ফিরতি ম্যাচটি হবে ১১ মার্চ।
লিগের অন্য ম্যাচে ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) ২-১ গোলে হারিয়েছে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। ইনজুরি থেকে ফিরে আসা নেইমার গোল পেলেও জয় পায়নি দল। বরুশিয়ার হয়ে দুটি গোলই করেন আর্লিং ব্রাউট হালান্ড।