চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে রিয়াল-ম্যান সিটি
ঘরের মাঠে দাপট দেখিয়েই লিভারপুলের বিপক্ষে জিতেছিল রিয়াল মাদ্রিদ। তবে একটি গোল দেওয়ায় ঘরের মাঠে সম্ভাবনা ছিল লিভারপুলেরও। কিন্তু অ্যানফিল্ডে তাদের কোনো আক্রমণই কাজে এলো না। প্রতিপক্ষের অবিরত আক্রমণ সামলে নিজেদের জাল অক্ষত রেখে চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালে উঠে গেল জিনেদিন জিদানের শিষ্যরা।
বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ঘরের মাঠে রিয়ালের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে লিভারপুল। আগের লেগে ৩-১ গোলে এগিয়ে থাকায় শেষ চারের টিকেট পেয়ে যায় রিয়াল। শেষ চারের টিকেট মিললেও স্প্যানিশ জায়ান্টদের কিছুটা অস্বস্তি থেকে গেল। ২০১৫-১৬ মৌসুমের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বের কোনো ম্যাচ গোল করতে ব্যর্থ হলো রিয়াল।
রিয়াল গোল করতে ব্যর্থ হলেও প্রতিপক্ষের মাঠেই জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। বরুশিয়া ডর্টমুন্ডের ঘরের মাঠ সিগনাল ইদুনা পার্কে ২-১ গোলে জিতেছে ইংলিশ ক্লাবটি। আগের লেগেও ২-১ গোলের জয় পেয়েছিল তারা। দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে শেষ চারে উঠেছে ম্যান সিটি। কোচ পেপ গার্দিওলার তত্ত্বাবধানে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালে উঠলো সিটি।
শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা দারুণভাবে সামলে নেয় ম্যান সিটি। সমতায় ফিরে আরও একটি গোল করে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। ম্যাচের ১৫তম মিনিটে গোল করে ডর্টমুন্ডকে এগিয়ে নেন জিউড বেলিংহ্যাম। পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে ম্যান সিটি।
বিরতি থেকে ফিরে গোলশোধে মরিয়া হয়ে ওঠে ম্যান সিটি। ৫৫তম মিনিটে মেলে গোলের দেখা। পেনাল্টি কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান সিটির আলজেরিয়ান উইঙ্গার রিয়াদ মেহরাজ। ৭৫ তম মিনিটে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন ফিল ফোডেন।