চাকরি হারালেন ইউনাইডেট কোচ সুলশার
ওয়াটফোর্ডের বিপক্ষে হারের পর ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ওলে গুনার সুলশারের চাকরি সুতোয় ঝুলছিল। লম্বা সভার পর তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়ে ফেলে ইউনাইটেড কর্তৃপক্ষ। বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণার। কয়েক ঘণ্টার মধ্যে সেই ঘোষণাও চলে এলো। সুলশারকে বরখাস্ত করেছে ইউনাইটেড। ম্যাইকেল ক্যারিক অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন।
রোববার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ইউনাইটেড কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়েছে, 'ম্যানচেস্টার ইউনাইটেড ঘোষণা করেছে যে, ওলে গুনার সুলশার ম্যানেজারের পদের দায়িত্ব ছেড়ে দিয়েছেন। ওলে সব সময়ই ম্যানচেস্টার ইউনাইটেডের একজন কিংবদন্তি হয়ে থাকবেন এবং দুঃখের সঙ্গে আমরা এই কঠিন সিদ্ধান্তে পৌঁছেছি।'
বিবৃতিতে আরও বলা হয়েছে, 'যদিও গত কয়েক সপ্তাহ হতাশাজনক ছিল, কিন্তু দীর্ঘমেয়াদী সাফল্যের ভিত্তি পুনঃনির্মাণের জন্য গত তিন বছরে তিনি যে সব কাজ করেছেন, তা অস্বীকার করার সুযোগ নেই।'
কালও কোচের পদ নিয়ে নির্ভার থাকার কথা জানিয়েছিলেন সুলশার। ইউনাইটেড কোচ জানান, চাকরি নিয়ে চিন্তিত নন তিনি। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে বদলে যায় বাস্তবতা। ওয়াটফোর্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে হারের পর বিদায় ঘণ্টা বেজে গেল নরওয়ের এই কোচের। এই ম্যাচের পর দীর্ঘ পাঁচ ঘণ্টা সভা করেন ইউনাইটেডের বোর্ড কর্তারা। সভায় সুলশারকে বাদ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।
দুই চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুল এবং ম্যানচেস্টার সিটির বিপক্ষে হার, তিন বছরেরও বেশি সময় ধরে শিরোপা জিততে না পারা এবং লিগ শিরোপার দৌড়ে শুরুতেই পিছিয়ে পড়ায় কোচের পদে সুলশারের ভাগ্য অনিশ্চয়তার পড়ে গিয়েছিল। ওয়াটফোর্ডের বিপক্ষে হারের পর চাকরিই হারাতে হলো তাকে।
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ১২টি ম্যাচ খেলেছে ইউনাইটেড। কিন্তু এখনও তাদের অবস্থান সাত নম্বরে। লিভারপুলের বিপক্ষে ৫-০ গোলে উড়ে যাওয়ার পর ম্যান সিটির বিপক্ষে ২-০ গোলে হারে ইউনাইটেড। এরপরও তার ওপর ভরসা রাখে ক্লাব কর্তৃপক্ষ। কিন্তু ওয়াটফোর্ডের বিপক্ষে হারের পর সুলশারে আর ভরসা পাচ্ছে না ক্লাবটি। তিন বছরে ইউনাইটেডকে একটিও শিরোপা জেতাতে পারেননি সুলশার।