চট্টগ্রামে দর্শকসংখ্যা আরও কম
করোনাভাইরাসের কারণে দীর্ঘ বিরতির পর বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়ে মাঠে ফিরেছে দর্শক। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৫০ শতাংশ টিকেট ছেড়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টে সীমিত সংখ্যক দর্শক মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন।
মিরপুর স্টেডিয়ামের ধারণ ক্ষমতার অর্ধেক দর্শক খেলা দেখার সুযোগ পেলেও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেই সুযোগ নেই। সাগর পাড়ের স্টেডিয়ামটির ধারণ ক্ষমতার এক চতুর্থাংশেরও কম দর্শক মাঠে প্রবেশের অনুমতি পাচ্ছেন। বিসিবি সূত্রে জানা গেছে, সর্বোচ্চ ৫ হাজার টিকিট ছাড়া হবে।
পূর্ব গ্যালারির উপরের অংশ, ক্লাব হাউস (পূর্ব), রুফ টপ হসপিটালিটি ও মিডিয়া সেন্টারের ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ছাড়া বাকি সব গ্যালারির গেট বন্ধ থাকবে। কেবল করোনার দুটি টিকা নেওয়া থাকলেই সেটার সনদ দেখিয়ে মাঠে ঢুকতে পারবেন দর্শকরা।
টি-টোয়েন্টি সিরিজে মিরপুর স্টেডিয়ামের পূর্ব গ্যালারির উপরের অংশে বসে খেলা দেখার সুযোগ পেয়েছেন দর্শকরা। চট্টগ্রামেও একই ব্যবস্থা রাখা হয়েছে। ২২ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামটির গ্র্যান্ড স্ট্যান্ড, পশ্চিম গ্যালারি ও ক্লাব হাউজের (উত্তর) গেট বন্ধ থাকবে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে স্টেডিয়াম সংলগ্ন বিটাক মোড় ও এম, এ আজিজ স্টেডিয়ামের নির্ধারিত বুথে। টিকিটের সর্বনিম্ন দাম ১০০ ও সর্বোচ্চ দাম ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ইস্টার্ন স্ট্যান্ড ১০০ টাকা, ক্লাব হাউজ ২০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ৩০০ টাকা এবং রুফ টপ হসপিটালিটি টিকেটের মূল্য ৫০০ টাকা।