ঘরের মাঠে হেরে সুযোগ হারালো বার্সা
ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়ে ৬০ মিনিট পর্যন্ত দাপট ধরে রাখলো বার্সেলোনা। কিন্তু এরপরই ম্যাচের বাঁক বদল। ক্রমেই ম্যাচ দখলে নিতে থাকলো গ্রানাদা। প্রথমে সমতা, পরে আরেকটি গোল। বার্সেলোনাকে তাদের মাঠেই হারিয়ে রোমাঞ্চকর এক জয় তুলে নিলো লা লিগার পয়েন্ট টেবিলের আট নম্বরে থাকা দলটি।
বৃহস্পতিবার রাতে ন্যু ক্যাম্পে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে দিয়ে গ্রানাদা। ম্যাচের শুরুতেই গোল করে দলকে এগিয়ে নেন লিওনেল মেসি। ৬০ মিনিট পেরিয়ে ছন্দ খুঁজে পাওয়া গ্রানাদা ১৬ মিনিটে ২ গোল করেন। ডারউইন মাচিসের সমতাসূচক গোলের পর গ্রানাদার হয়ে দ্বিতীয় গোলটি করেন জর্জ মলিনা। বার্সেলোনার মাঠে প্রথমবারের মতো ম্যাচ জিতলো গ্রানাদা।
এই হারে কেবল শীর্ষে ওঠার সুযোগই হারালো না বার্সেলোনা, লা লিগার শিরোপার দৌড়ে পিছিয়েও পড়লো। গ্রানাদাকে হারাতে পারলে অ্যাটলেটিকো মাদ্রিদকে ছাড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতো কাতালানরা। দুই নম্বরে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে থাকতো তারা। কিন্তু হেরে যাওয়ায় তিন নম্বরে থাকতে হচ্ছে বার্সাকে।
৩৩ ম্যাচে ২২ জয়ে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ। সমান ম্যাচে ২১ জয়ে ৭১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ। ৭১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে মেসি-গ্রিজম্যানরা। ৭০ নিয়ে বার্সার ঘাড়ে নিশ্বাস ফেলছে সেভিয়া।
শেষের দিকে এসে দারুণ জমে উঠেছে লা লিগার শিরোপার লড়াই। দীর্ঘদিন ধরে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা অ্যাটলেটিকো তাদের সর্বশেষ ম্যাচে হেরে বিপদেই পড়ে যাচ্ছিল। কিন্তু রিয়াল তাদের শেষ তিন ম্যাচের দুটি ড্র করায় এগিয়ে যেতে পারেনি। বৃহস্পতিবার ম্যাচ হেরে বার্সেলোনাও পারলো না অ্যাটলেটিকোকে টপকাতে।