গড়পড়তা মানের নিচে পাল্লেকেলের উইকেট
বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টের ভেন্যু ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে উইকেট নিয়ে বেশ কয়েকদিন ধরে আলোচনা হয়ে আসছে। উইকেটে বোলারদের জন্য কোনো সুবিধা ছিল না বললেই চলে। পুরো পাঁচদিন বোলারদের শাসন করে রান পাহাড় গড়েছেন দুই দলের ব্যাটসম্যানরা। তখন থেকেই আলোচনা পাল্লেকেলের উইকেটের ডিমেরিট পয়েন্ট পাওয়া নিয়ে।
এই ভেন্যুতেই ২৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এর মাঝে খবর এলো, পাল্লেকেলের উইকেটের মান নিয়ে প্রশ্ন তুলেছেন প্রথম টেস্টের ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে।
আইসিসি এলিট প্যানেলের এই ম্যাচ রেফারির কাছে পাল্লেকেলের উইকেট 'গড়পড়তা মানের নিচে'। আইসিসির পিচ ও আউটফিল্ড নিরীক্ষণ প্রক্রিয়া অনুযায়ী একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে এই মাঠের উইকেটকে। বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে আইসিসি।
রঞ্জন মাদুগালে বলেছেন, 'পাঁচ দিনে উইকেটের চরিত্র সামান্য বদলেছে। খেলা এগিয়ে নেওয়ার প্রক্রিয়ায় ব্যাট এবং বলের ভারসাম্যে কোনো পরিবর্তনই দেখা যায়নি। পুরো ম্যাচজুড়ে উইকেট ব্যাটিং সহায়ক ছিল।'
আইসিসির এই ম্যাচ রেফারি আরও বলেন, 'এমন উইকেটের কারণে মাচে রান হয়েছে মোট ১২৮৯, উইকেট গেছে ১৭টি। প্রতি উইকেটে গড়ে ৭৫.৮২ রান হয়েছে, যা খুবই বেশি। আইসিসির নিয়ম অনুযায়ী এই উইকেটকে আমি গড়পড়তা মানের নিচের উইকেট হিসেবে চিহ্নিত করছি।'
২১ এপ্রিল শুরু হওয়া টেস্টে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের সেঞ্চুরিতে ৭ উইকেটে ৫৪১ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। জবাবে অধিনায়ক দিমুথ করুণারত্নের ডাবল সেঞ্চুরি ও ধনঞ্জয়া ডি সিলভার সেঞ্চুরিতে ৮ উইকেটে ৬৪৮ রান করে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১০০ রান তোলার পর ম্যাচ ড্র ঘোষণা করা হয়।