ক্রিকেটার-বিসিবি কর্মচারীদের বাসায় থাকার নির্দেশনা

কয়েকদিন অপেক্ষা করেও ম্যাচ চালিয়ে নেওয়ার পথ মেলেনি। করোনাভাইরাস সতর্কতায় অবশেষে অনির্দিষ্টকালের জন্য দেশের সব ধরনের ক্রিকেট স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খেলা না থাকলেও ক্রিকেটারদের প্রতি নির্দেশনা থাকছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির। বিশেষ এই সময়ে বাসার বাইরে না যাওয়ার জন্য ক্রিকেটারদের পরামর্শ দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
একই নির্দেশনা দেওয়া হয়েছে বিসিবিতে কর্মরতদেরও। বিসিবির অফিস ছুটি ঘোষণা করা না হলেও কেউ যেন জরুরী কাজ ছাড়া বাসা থেকে বের না হয়, এমন নির্দেশনা দেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে।
খেলা না থাকা অবস্থায় ক্রিকেটারদের নির্দেশনা দেওয়া প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, 'প্রিমিয়ার লিগের খেলা যখন শুরু হয়, আমার জানা মতে প্রতিটি খেলোয়াড় এবং ক্লাবকে সতর্কতামূলক নির্দেশনা দেয়া হয়েছিল। এই জিনিসগুলো তাদেরকে ব্রিফ করা হয়েছে। এখনও আমরা সেই রকম ব্রিফিং দেব তাদের, যেন সবাই সতর্ক থাকে। না পারতে যেন বাইরে না যায় এবং অন্য কারো সংস্পর্শে যতটা কম সম্ভব আসে।'
কাউকে ভয় পাইয়ে দিতে এমন নির্দেশনা দেওয়া হচ্ছে না জানিয়ে বিসিবি সভাপতি বলেন, 'আমি বলছি না একেবারে লক ডাউন করে দিতে। করতে পারলে ভালো হতো। ওদেরকে সাবধানে থাকতে হবে। আগে একটা চিন্তা ছিল এবং ভয় ছিল, ভয়ের কারণ নেই। আমি ভয় পাওয়ার কথা বলছি না। এটা হতেই পারে, তবে যেন না হয় এর জন্য যতটুকু সতর্ক হওয়া দরকার প্রত্যেকে সেটা হতে হবে।'
করোনা সতর্কতায় ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ায় (বিসিসিআই) কর্মরতদের বাসায় থেকে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিসিবিও এমন সতর্কতার পক্ষে। যদিও এখনও এমন নির্দেশনা দেওয়া হয়নি। প্রাথমিকভাবে বাসা থেকে কম বের হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিসিবি সভাপতি বলেন, 'পরিস্থিতি কিন্তু প্রতিদিন পরিবর্তন হচ্ছে। তাই এখন একটা বলব, কাল আরেকটা বলব, সেটা তো হয় না। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগে আমরা নিজেরাই সচেতন হব। এটা করতে গিয়ে যা যা করণীয়, আমরা সেটা করছি। সকলের জন্য একটাই কথা, এটা শুধু ক্রিকেটারদের জন্য না। প্রত্যেককে এবং যতটা সম্ভব বাসা থেকে না বের হওয়া উচিত। শুধু ক্রিকেটারদের নয়, যারা বোর্ডে আছে তাদের জন্যও প্রযোজ্য। জরুরী কাজ ছাড়া তারা যেন বের না হয়।'