ক্যারিবীয়দের হারে পরের বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ছিল বাংলাদেশ। তবু সরাসরি মূল পর্বে খেলার সুযোগ মেলেনি। প্রথম রাউন্ড খেলে মূল পর্বের টিকেট কাটতে হয় বাংলাদেশকে। এবারের আসরসহ টি-টোয়েন্টি বিশ্বকাপের আরও কয়েকটি আসরে প্রথম রাউন্ড খেলে পরের পর্বে যেতে হয় বাংলাদেশকে। কিন্তু আগামী বিশ্বকাপে প্রথম রাউন্ড খেলতে হবে না, সরাসরি সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ।
এমন খবরে অবাক লাগতে পারে। প্রশ্ন জাগতে পারে, যে বিশ্বকাপে হতাশা ছাড়া কিছুই মেলেনি, সেই বিশ্বকাপের পারফরম্যান্স দিয়ে কীভাবে এই টিকেট মিলতে পারে! এটা হয়েছে মূলত ওয়েস্ট ইন্ডিজের খারাপ পারফরম্যান্সে। শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যাওয়ায় পরের বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
এটা নিশ্চিত হতে আরও একটি ম্যাচ অপেক্ষায় থাকতেও হতে পারত বাংলাদেশের। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের হারে সেই অপেক্ষা করতে হচ্ছে না। প্রথমবারের মতো প্রাথমিক পর্ব এড়াল বাংলাদেশ। উইন্ডিজের হারে ১৫ নভেম্বর র্যাঙ্কিংয়ের আটে থাকা নিশ্চিত হয়েছে বাংলাদেশের। এ কারণেই মিলেছে সরাসরি মূল পর্বে খেলার সুযোগ।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের জন্য খারাপ খবর। প্রথমবারের মতো প্রথম রাউন্ডে খেলতে হবে দুই বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে। উইন্ডিজ ছাড়াও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে খেলতে হবে শ্রীলঙ্কা, নামিবিয়া ও স্কটল্যান্ডকে।
সেরা আট দল সরাসরি অংশ নেবে সুপার টুয়েলভে। দলগুলো হচ্ছে- ইংল্যান্ড, পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের সমান পয়েন্ট হলেও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। হেরে যাওয়ার পর ২৩৩ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে চলে গেছে তারা। ২৩৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।
উইন্ডিজের হারে বাংলাদেশের মতো পরের আসরের সুপার টুয়েলভ নিশ্চিত হয়েছে আফগানিস্তানেরও। এই মুহূর্তে ২৩৫ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে হারলে বাংলাদেশের নিচে নেমে যাবে তারা। এরপরও তাদের অবস্থান ওয়েস্ট ইন্ডিজের ওপরে হবে।
দুই বিশ্বকাপের মাঝে মাত্র এক বছরের ব্যবধান হওয়ায় ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল বাছাইয়ের নতুন পদ্ধতি ঠিক করেছে আইসিসি। চলতি আসরের ফাইনালের দুই দল ও ফাইনালের পরদিনের র্যাঙ্কিংয়ে (১৫ নভেম্বর) শীর্ষে থাকা সুপার টুয়েলভের অন্য ৬ দল সরাসরি খেলবে আগামী বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে।