ক্যারিবীয়দের বিপক্ষে বিশেষ জার্সি পরে খেলবে বাংলাদেশ

উদযাপনের জন্য দারুণ দুটি উপলক্ষ্য সামনে। এ বছরই স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হচ্ছে বাংলাদেশের। আরেকটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী। পুরো বছর ধরে থাকবে নানা আয়োজন। এই আয়োজনে শামিল হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। ২০ জানুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বিশেষ জার্সি পরে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।
বিষয়টি জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক জানিয়েছেন, বাংলাদেশের জাতীয় পতাকার রঙে হবে জার্সি। জাতীয় পতাকায় লাল সূর্যটি যেভাবে শোভা পাচ্ছে, এখানেও সেভাবে থাকবে। থাকবে স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের উল্লাস ও উদযাপনের চিত্র। এ ছাড়া স্মৃতিসৌধও এখানে ফুটিয়ে তোলা হবে।
আকরাম খান বলেন, 'পুরো দেশবাসীর মতো আমাদের ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়রা এটাতে সম্পৃক্ত হতে যাচ্ছি। এটা আমাদের জন্য একটি বিশেষ উপলক্ষ্য, যেহেতু এটা আমাদের স্বাধীনতার ৫০ বছর। সেটা উদযাপন করার জন্য আমরা জার্সির কথাটা মাথায় রেখেছি। জার্সিটা আমরা জাতীয় পতাকার মতো করেছি, সবুজ এবং লাল রং দিয়ে। এখানে অন্য কোনো রং নেই।'
'আমাদের পতাকায় লাল সূর্যটা যেভাবে আছে, সেটা ওখানে তুলে ধরেছি। তুলে ধরেছি আমাদের মুক্তিযুদ্ধের পর আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়েরা যেভাবে উল্লাস করেছে, যেভাবে স্বাধীনতার উদযাপন করেছে সেটা। এর সঙ্গে আমাদের যে স্মৃতিসৌধ আছে, ওটাও আমরা ওখানে তুলে ধরেছি। আশা করছি আপনাদের সবারই এটা ভালো লাগবে।' যোগ করেন তিনি।

শুধু বিশেষ জার্সিতেই সীমাবদ্ধ থাকছে না বিসিবির আয়োজন। সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে স্মারক হিসেবে বিশেষ মুদ্রাসহ নানা আয়োজনের কথা ভাবছে বিসিবি।
আকরাম খান বলেন, 'আমরা কিছু জিনিস করছি। কিন্তু যে সমস্যাটা হচ্ছে কোভিডের জন্য আমাদের অনেক কিছু করার ইচ্ছে ছিল, কিন্তু আমরা পারছি না। এটা আমাদের জন্য দুঃখজনক ব্যাপার। তারপরও আমরা চেষ্টা করছি আরও কিছু করার। মুদ্রা তৈরি করার চেষ্টা করছি। দেখি আমরা চূড়ান্ত করব, যেহেতু আমাদের হাতে সময় আছে।'