ক্যাচ মিসের কারণ বুঝতে পারছেন না মাহমুদউল্লাহ
ছন্নছাড়া ব্যাটিংয়ে মেলে সামান্য পূঁজি। সেই পূঁজিতে প্রতিপক্ষকে লড়াই জানানোরই উপায় নেই। সেখানে বোলিংয়ে ভালো করে প্রতিপক্ষকে কিছুটা পরীক্ষায় ফেলার সুযোগ থাকলেও ক্যাচ মিসে সব শেষ। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে এমনই হয়েছে। সহজ দুটি ক্যাচ ফেলে দেয় বাংলাদেশ। এমন ক্যাচ মিসের কারণ খুঁজে পাচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশ দলের ক্যাচ মিসের ঘটনা নতুন কিছু নয়। প্রায় সব সিরিজেই থাকে ক্যাচ মিসের মহড়া। গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে তো রীতিমতো প্রতিযোগিতায় নেমেছিল বাংলাদেশ। ৮ ম্যাচে অন্তত ১২-১৩টি ক্যাচ ছাড়ে বাংলাদেশ। ম্যাচ হেরে যার খেসারত দিতে হয়েছে।
বিশ্বকাপের পর তাই ফিল্ডিংয়ে ক্যাচিংয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের ফিল্ডিং দেখে মনে হয়েছিল উন্নতির পথে আছে বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচেই আগের অবস্থা। সহজ দুটি ক্যাচ ফেলে পাকিস্তানের জয়ের পথ আরও সহজ করে দেয় বাংলাদেশ।
এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারার পর ম্যাহমুদউল্লাহ জানালেন, কেন ক্যাচ মিসের কারণ বুঝতে পারছেন না তিনি। বাংলাদেশ অধিনায়ক বলেন, 'আমি জানি না, ছেলেরা অনুশীলনে অনেক কাজ করছে, নিয়মিত অনেক ক্যাচ নিচ্ছে। অনুশীলনে সম্ভব সব কিছুই করছে। দুর্ভাগ্যজনকভাবে ম্যাচে আমরা সুযোগ হাতছাড়া করছি।'
শনিবার পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটে হারের দিনে সহজ দুটি ক্যাচ নিতে ব্যর্থ হন সাইফ হাসান ও তাসকিন আহমেদ। আমিনুল ইসলাম বিপ্লবের বলে ফখর জামানের তোলা সহজ ক্যাচ মাটিতে ফেলেন সাইফ। পরে বিপ্লবের বলেই রিজওয়ানের ক্যাচ নিতে ব্যর্থ হন তাসকিন।