কোহলি-রোহিতদের ঘরের কাজ করতে বলছে বিসিসিআই

করোনাভাইরাসের কারণে স্থবিরতা নেমে এসেছে পুরো বিশ্বজুড়ে। পুরো দেশ করে দেওয়া হচ্ছে লকডাউন। স্বভাবতই বাকি সবকিছুও স্থবির হয়ে পড়েছে। বিশ্বের প্রায় সব খেলাই স্থগিত করা হয়েছে। করোনার প্রভাবে ক্রিকেটের সব সিরিজই স্থগিত হয়ে গেছে।
ঘরে শুয়ে-বসেই সময় কাটছে সব দেশের ক্রিকেটারদের। এমন অবস্থায় ভারতীয় ক্রিকেটারদের ঘরের কাজ করার নির্দেশনা দিয়েছে দেশটির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই)।
করোনার বিরতিতে ক্রিকেটাররা কী করবেন, কী করবেন না কিংবা কীভাবে সময় কাটাবেন, এসব ব্যাপারে টুইটার বার্তায় নির্দেশনা দিয়েছে বিসিসিআই। এখানে বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুলদের বাসার কাজ করার নির্দেশনাও দেওয়া হয়েছে। তবে বাসার কাজ বলতে কী বোঝানো হয়েছে, সেটা পরিস্কার করেনি বিসিসিআই।
করোনাভাইরাস সতর্কতায় ২১ দিনের জন্য পুরো ভারত লকডাউনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ২১ দিন বাইরে যাওয়ার কোনো উপায় নেই। খেলা না থাকলেও মাঠে বা জিমে গিয়ে যে অনুশীলন করবেন, সেই সুযোগও নেই কোহলি-রোহিতদের।
বাসায় শুয়ে-বসে সময় কাটানোর পাশাপাশি ফিটনেস নিয়ে কাজ করছেন তারা। অনেকে আবার সিনেমায় মজেছেন। কেউ কেউ ডুবে থাকছেন বইয়ের পাতায়। এর পাশাপাশি এবার কোহলিদের ঘরের কাজও করতে বলছে বিসিসিআই।
ভারতের বাঁহাতি ওপেনার শিখর ধাওয়ান অবশ্য নির্দেশনা পাওয়ার আগেই ঘরের কাজে হাত লাগিয়েছেন। একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যায়, বাথরুমে বসে কাপড় পরিস্কার করছেন ধাওয়ান।
করোনা সর্তকায় পুরো দেশ লকডাউনের ঘোষণায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, 'ভারতকে বাঁচাতে প্রতিটি রাস্তা ও এলাকা লকডাউন রাখতে হবে। ঘরের বাইরে বেরনো পুরোপুরি বন্ধ।' ভারতে এখন পর্যন্ত ৬০৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১০ জন।