কোহলিকে ছাড়িয়ে বাবর আজম
বাবর আজম অনেকের চোখেই বিরাট কোহলির মানের ব্যাটসম্যান। কেউ কেউ আবার কোহলির চেয়েও এগিয়ে রাখেন পাকিস্তানের অধিনায়ককে। পাকিস্তানের সাবেক ক্রিকেটার আকিব জাভেদ তো মনে করেন, টেকনিকে উন্নতি করতে বাবরের কাছ থেকে শিখতে পারেন কোহলি। বাবর আজম অবশ্য কোহলির সঙ্গে নিজের তুলতায় একদমই স্বাচ্ছন্দ্যবোধ করেন না।
এসব তুলনায় নজরও দেন না পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়ক বাবর। ব্যাট হাতে দলকে পথ দেখানোই তার কাছ সবচেয়ে বড় কাজ। আর এই কাজটি করতে করতে ইতোমধ্যে বিরাট কোহলিকে দুটি জায়গায় পেছনে ফেলে দিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান।
আইসিসির ওয়ানডে ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ে বাবরের কাছেই রাজত্ব হারিয়েছেন ভারত অধিনায়ক। কোহলিকে টপকে ওয়ানডের সেরা ব্যাটসম্যানের খেতাব দখল করেছেন বাবর। পাকিস্তানের চতুর্থ ক্রিকেটার হিসেবে ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন বাবর আজম।
র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখলের দিনে ব্যাটকে তরবারিতে পরিণত করেছিলেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে মাত্র ৫৯ রান বলে ১৫টি চার ও ৪টি ছক্কায় ১২২ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন বাবর। আর এই ইনিংস দিয়ে আরও একটি রেকর্ডে কোহলিকে ছাড়িয়ে গেছেন তিনি।
পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ও দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়া বাবর তার ক্যারিয়ারের ৫০তম টি-টোয়েন্টি খেলতে নেমেছিলেন। ৫০ ম্যাচে ১ হাজার ৯১৬ রান করেছেন তিনি। প্রথম ৫০ ম্যাচে এতো রান করতে পারেননি আর কোনও ব্যাটসম্যান।
এই রেকর্ডটি ছিল কোহলির দখলে। ওয়ানডের ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ে কোহলিকে পেছনে ফেলার পর একই দিনে এই রেকর্ডেও ভারত অধিনায়ককে ছাড়িয়ে যান বাবর। ক্যারিয়ারের প্রথম ৫০ টি-টোয়েন্টিতে কোহলি রান করেছিলেন ১ হাজার ৬০০। এরপরই আছেন লোকেশ রাহুল। ৪৯ ম্যাচে তার রান ১ হাজার ৫৫৭।
দুটি জায়গায় কোহলিকে পেছনে ফেলার দিন বাবর আজম জানিয়েছেন, এমন ইনিংসের জন্য অনেকদিন অপেক্ষায় ছিলেন তিনি। পাকিস্তান অধিনায়ক বলেন, 'এ রকম একটি ইনিংসের জন্য লম্বা সময় ধরে অপেক্ষা করছিলাম। এমন কিছুর স্বপ্ন দেখেছি এবং চিন্তা করেছি, যখন সুযোগ পাই, লুফে নেব। সেটা করতে পেরে ভালো লাগছে।'